এবার করোনায় আক্রান্ত অলিম্পিকে খেলা ভারতীয় ফুটবলার, চাইলেন সরকারি সাহায্য

Jul 15, 2020, 17:31 PM IST
1/5

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

করোনায় আক্রান্ত হলেন ১৯৬০ অলিম্পিকে ভারতের জার্সিতে খেলা ফুটবলার এস এস হাকিম। সৈয়দ শাহিদ হাকিম ভারতীয় দলের কোচ হিসাবেও দায়িত্ব সামলেছেন।

2/5

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

জি ২৪ ঘণ্টার প্রতিনিধি সুশোভন মুখোপাধ্যায়কে তিনি ফোনে জানান, ''আমি কর্ণাটকে গিয়েছিলাম। ওখানেই ভাইরাসজনিত জ্বরে আক্রান্ত হই। দিন ছয়েক জ্বরে ভুগেছি। তার পর ডাক্তাররা নিমোনিয়া বলে সন্দেহ করেছিলেন। কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি করোনা পজিটিভ। এখন আমি হায়দরাবাদ ফিরেছি। কোয়ারেন্টাইনে আছি।''

3/5

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

৮১ বছর বয়সী হাকিম হায়দরাবাদে একটি হোটেলে কোয়ারেন্টাইনে রয়েছেন। তিনি জানিয়েছেন, প্রথমে তাঁকে সরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু সেখানে পরিকাঠামো খুবই খারাপ ছিল। তা ছাড়া চিকিত্সকরা তাঁকে সেভাবে দেখাশোনা করেননি বলেও অভিযোগ করেছেন তিনি। 

4/5

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

হাকিম আক্ষেপের সুরে বলেছেন, "ক্রিকেট সংস্থা তো প্রাক্তন ক্রিকেটারদের খেয়াল রাখে। তা হলে ফুটবল সংস্থা কেন রাখে না! অন্তত আমাদের পেনশনের ব্যবস্থা করা উচিত। চিকিত্সার জন্য কোনও সুবিধাও আমরা পাই না।"

5/5

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

করোনায় আক্রান্ত অলিম্পিক ফুটবলার

২০১৭ সালে ধ্যানচাঁদে পুরস্কারে সম্মানিত করা হয়েছিল হাকিমকে। তিনি একটা সময় সাই-এর চিফ প্রোজেক্ট অফিসার হিসাবে দায়িত্ব সামলেছেন। ১৯৭০ থেকে ১৯৮৯ পর্যন্ত তিনি রেফারি হিসাবেও কাজ করেছেন। কিংবদন্তি কোচ সৈয়দ আবদুল রহিমের ছেলে তিনি।