জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সামনেই মহারণ। ৯ ফেব্রুয়ারি নাগপুরের (Nagpur) জামথা স্টেডিয়ামের (New VCA Stadium) বাইশ গজে প্রথম টেস্ট খেলতে নামবে ভারত (India) ও অস্ট্রেলিয়া (Australia)। গত তিনবার বর্ডার-গাভাসকর ট্রফিতে (Border Gavaskar Trophy 2023) টিম ইন্ডিয়ার (Team India) নাম লেখা আছে। এরমধ্যে আবার ২০১৮-১৯ ও ২০২০-২১ মরসুমে ডাউন আন্ডার সফরে গিয়ে সিরিজে দাপট দেখিয়ে জিতেছিল ভারত। সেই ধারাবাহিকতা বজায় রাখতেই, নাগপুরের ওল্ড ভিসিএ গ্রাউন্ডে (Old VCA Ground) বিরাট কোহলি (Virat Kohli)-চেতেশ্বর পূজারাদের (Cheteshwar Pujara) জন্য বিশেষ প্রস্তুতির ব্যবস্থা করল বিসিসিআই (BCCI)। কে এল রাহুল (KL Rahul)-রবীন্দ্র জাদেজাদের (Ravindra Jadeja) ব্যাটিং সাধনার সেই ছবি বোর্ড নিজেদের টুইটারে পোস্ট করেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

শোনা যাচ্ছে ২ ফেব্রুয়ারি নাগপুরে একজোট হয়ে গিয়েছিল ভারতীয় টেস্ট দল। আগামি পাঁচ দিন চলবে মহম্মদ শামি (Mohammed Shami), উমেশ যাদব (Umesh Yadav), রবিচন্দ্রন অশ্বিনদের (Ravichandran Ashwin) বিশেষ অনুশীলন। এরমধ্যে দু'দিন দল পুরনো স্টেডিয়ামে অনুশীলন করবে। শেষ তিন দিন রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid) ছেলেরা জামথার মাঠে প্রস্তুতি সারবে। 




আরও পড়ুন: Exclusive, Cheteshwar Pujara: কামিন্স, হ্যাজেলউড, ন্যাথান লিঁও-র মহড়া নেওয়ার জন্য কীভাবে তৈরি হচ্ছেন 'চে পূজারা'?


আরও পড়ুন: BEN vs JHA, Ranji Trophy Quarterfinals 2022-23: ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হেলায় হারিয়ে শেষ চারে বাংলা, প্রতিপক্ষ কে? ভেন্যু কোথায়?


ভারতীয় দলের বিশেষ প্রস্তুতি নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্তা বলেন, "রোহিত শর্মার দল ইতিমধ্যেই অনুশীলন শুরু করে দিয়েছে। দলের সঙ্গে হেড কোচ রাহুল দ্রাবিড়ও আছেন। এটা দলের কাছে খুবই গুরুত্বপূর্ণ সিরিজ। তাই বাড়তি নজর দেওয়া হচ্ছে।" 


দক্ষিণ আফ্রিকা সফরে গিয়ে এগিয়ে থেকেও সিরিজ হেরেছিল ভারত। এরপর ঘরের মাঠে শ্রীলঙ্কা ও গত বছরের শেষে বাংলাদেশের বিরুদ্ধে এসেছে জয়। তবে অস্ট্রেলিয়া যে সবচেয়ে কঠিন প্রতিপক্ষ, এটা সবাই জানে। এরমধ্যে আবার প্রথম দুই টেস্টে নেই জসপ্রীত বুমরা। দলের এক নম্বর জোরে বোলারকে ছাড়াই টিম ইন্ডিয়া সিরিজ জিততে পারে কিনা সেটাই দেখার। চার ম্যাচের এই টেস্ট সিরিজ ২-০ কিংবা ৩-১ ব্যবধানে জিততে পারলে, রোহিতদের ফের একবার বিশ্ব টেস্ট চ্যাম্পিওনশিপ ফাইনাল খেলার সুযোগ পাবে। এবারও কি মেগা ফাইনালে নাম লেখাতে পারবে 'মেন ইন ব্লু' ব্রিগেড? সেটাই এখন দেখার। 


প্রথম দুই টেস্টের ভারতীয় দল: 


রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, কেএস ভরত (উইকেট কিপার), ঈশান কিশান (উইকেট কিপার), রবিচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব, জয়দেব উনাদকাট ও  সূর্যকুমার যাদব। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)