নিজস্ব প্রতিবেদন: ছয় ম্যাচে অপরাজিত এফসি গোয়ার বিরুদ্ধে শুক্রবার আইএসএলে জয়ে ফিরতে মরিয়া এসসি ইস্টবেঙ্গল। আগের ম্যাচেই মুম্বই সিটির কাছে হেরেছে লাল-হলুদ ব্রিগেড। অন্যদিকে কেরালা ব্লাস্টার্সের সঙ্গে ড্র করে এফসি গোয়া। তিন পয়েন্ট পেতে মরিয়া দুই দলই।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আইএসএলের প্রথম পর্বে এফসি গোয়ার বিরুদ্ধে প্রায় ৪০ মিনিট দশ জনে খেলে ড্র করেছিল SC East Bengal। শুক্রবার ফিরতি লেগে সেটাই হয়তো অনুপ্রেরণা হতে পারে ফাউলারের দলের কাছে। শুক্রবার সেই গোয়ার বিরুদ্ধে গোলখরা কাটাতে মরিয়া পিলকিংটন, ব্রাইট এনোবাখারে, জ্যাক মাঘোমাদের। লাল-হলুদ গোলের নিচে অবশ্য ফাউলারের বড় ভরসা দেবজিৎ মজুমদার। ১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে দশ নম্বরে এসসি ইস্টবেঙ্গল। শুক্রবার ফতোরদায় জিতে লিগ টেবিলে নিজেদের অবস্থান ভাল করতে মরিয়া লাল-হলুদ ব্রিগেড।


আরও পড়ুন- কোয়ারেন্টিনে মেয়ের সঙ্গে নাচলেন Ajinkya Rahane,ভাইরাল ভিডিয়ো 


অন্যদিকে ১৩ ম্যাচে ২০ পয়েন্ট এফসি গোয়ার। আপাতত লিগ টেবিলে তিন নম্বরে রয়েছে তারা। আগের ম্যাচে কার্ড দেখায় শুক্রবারের ম্য়াচে ডাগ আউটে থাকবেন না এফসি গোয়ার কোচ হুয়ান ফেরান্দো। তবে এডু বেদিয়ারা কিন্তু এসসি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে জিতে লিগ টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত করতে তৈরি।  


আরও পড়ুন- কোথায় বাড়ি কিনবেন, বুঝতেই পারছেন না Rishabh Pant