নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপের অন্যতম ফেবারিট দল হিসেবে এবারও তালিকায় রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। চোট সারিয়ে মাঠে ফিরে গোল করে সেলেকাওদের ভরসা জোগাচ্ছেন নেইমার জুনিয়র। তবুও রাশিয়ায় ব্রাজিলের সাফল্য নিয়ে খুব একটা আশাবাদী নন পেলে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- "পৃথিবীর বেশিরভাগ মানুষই চান আমি যেন বিশ্বকাপটা হাতে তুলি"


এবারের ব্রাজিল দলে সব কিছু থাকার পরেও যেন কিছু একটা অভাব বোধ করছেন ব্রাজিলের হয়ে তিনবার বিশ্বকাপজয়ী তারকা পেলে। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে পেলে বলেছেন, "তিতের ব্রাজিলের প্রতি আমার ভরসা আছে, আমার চিন্তা শুধু একটা জিনিস নিয়ে। বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ক'দিন বাকি। তবে আমার এখনও মনে হচ্ছে, ব্রাজিল তার সেরা দলটা খুঁজে পায়নি।" তাঁর মতে, "ফুটবলাররা আলাদা আলাদা ভাবে হয়তো সবাই খুব ভাল। কিন্তু এখনও আমরা একটা দল হিসেবে খেলতে পারছি না।"


আরও পড়ুন- বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি ম্যাচে জয় পেল ইংল্যান্ড


তবে নেইমারের প্রশংসায় পঞ্চমুখ পেলে। নেইমারের পক্ষে একা বিশ্বকাপ জেতানো সম্ভব নয় বলেই জানিয়েছেন তিনি। তিনি বলেন, "১৯৭০ সালের বিশ্বকাপে আমাদের দলটা ছিল ব্রাজিলে ইতিহাসে সেরা। বিভিন্ন ক্লাবের সেরা ফুটবলার তো ছিলই। আমি, রিভেলিনো, টোস্টাও, গারসন সবাই বিশ্বকাপের আগে একসঙ্গে ছয় মাসের বেশি সময় কাটিয়েছিলাম। আমরা সম্মিলিতভাবে একটা বিশ্বজয়ী দলে পরিণত করেছিলাম ব্রাজিলকে।" ১৭ জুন সুইত্জারল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপ শুরু করবে নেইমারের ব্রাজিল।