জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: যে ছেলে, তেমন বাবা। নেইমার জুনিয়র (Nermar Jr) যেমন মাঠ ও মাঠের বাইরে একাধিক খবরে জড়িয়ে থাকেন, নেইমার সিনিয়র (Neymar Santos Sr) অর্থাৎ ব্রাজিল (Brazil) ফুটবলের পোস্টার বয়ের বাবার ক্ষেত্রেও তাই। পার্টিপ্রীতি, মাঠে ডাইভ দেওয়ার অভিযোগ তো আছেই। ২০১৫ কোপা আমেরিকা প্রতিযোগিতা মনে করে দেখুন। রেফারিকে আক্রমণ করে ৪ ম্যাচের জন্য নির্বাসনে গিয়েছিলেন। এরপর ফ্রেঞ্চ কাপের ফাইনালে হারের পর ভক্তকে আক্রমণ করা, স্যান্টোস (Santos FC) থেকে বার্সেলোনাতে (Barcelona FC) যোগ দেওয়ায় আর্থিক অনিয়ম—এসব অভিযোগ রয়েছে নেইমারকে ঘিরে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে পিএসজি (Paris Saint-Germain) তারকা এবার যে কারণে আলোচনায়, সেখানে তাঁর কোনও ভূমিকা নেই। নেইমার সিনিয়রের কারণে আলোচনায় উঠে এসেছেন নেইমার জুনিয়র। হ্যাঁ, পিএসজির এই ব্রাজিলিয়ান তারকার বাবার কথাই বলা হচ্ছে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ এবং স্পেনের সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, প্রেমে মজেছেন নেইমার সিনিয়র। এই প্রেম নিয়ে এই মুহূর্তে তোলপাড় ব্রাজিল।


নেইমারের মা নাদিন গনকালভেসের (Nadine Goncalves) সঙ্গে ৭ বছর হল বিবাহবিচ্ছেদ হয়েছে তাঁর বাবা নেইমার সিনিয়রের। কয়েক দিন আগে নেইমার সিনিয়রের সঙ্গে এক নারীর ছবি নিয়ে আলোচনার ঝড় ওঠে সোশ্যাল মিডিয়াতে। ‘ক্লারিন'-এর দাবি, বিবাহবিচ্ছেদের পর নেইমার সিনিয়রের সঙ্গে এই প্রথম কোনও নারীকে জনসমক্ষে দেখা গেল। গত রবিবার অর্থাৎ ১৯ ফেরুয়ারি রিও ডি জেনিরোয় কার্নিভাল সাম্বাদ্রোম মারকুইস দে সাপুকাই অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা যায়। নেইমারের বোন রাফায়েল স্যান্টোস সেই কার্নিভালের সাম্বা স্কুলের একটি অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন। 


নেইমারের বাবার সঙ্গে ৪৫ বছর বয়সী সেই নারীর নাম মারিয়ানে বের্নাদি স্যান্টোস (Mariane Bernardi Santos)। তিনি নেইমারের খুব কাছের বন্ধু আন্দ্রে বের্নাদির মা। ‘ক্লারিন-এর আরও দাবি, আন্দ্রে বের্নাদি নিজেই নতুন এই প্রেমিক জুটিকে পরিচয় করিয়ে দেন। দুজনের মধ্যে বয়সের ব্যবধান ১৩ বছর।  


আরও পড়ুন: Lionel Messi: পিএসজি-র অনুশীলনে রেগে লাল মেসি! কিন্তু কেন?


আরও পড়ুন: BGT 2023: নাগপুর ও দিল্লির বাইশ গজ কেমন? জবাব দিল আইসিসি



২০২১ সালের মাঝামাঝি সময় থেকে নাকি ৫৮ বছর বয়সী নেইমার সিনিয়রের সঙ্গে বের্নাদি স্যান্টোসের সম্পর্কের শুরু। ‘মার্কা’-র দাবি, বের্নাদি নেইমারের খুব কাছের বন্ধু। পিএসজি তারকার কাছের বন্ধুদের গ্রুপের নাম ‘তইস।’ আর পিএসজিতে যোগ দেওয়ার পর সেখানে বের্নাদির সঙ্গে পরিচয় হয় নেইমারের।


নেইমারের নিজের জীবনেও প্রেম এসেছে একাধিকবার। একাধিক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাওয়ার জন্য অনেকবার বিতর্কেও জড়িয়েছেন। ‘ক্লারিন’ জানিয়েছে, কলম্বিয়ান গায়ক মালুমার প্রেমিকা নাতালিয়া বারুলিচের সঙ্গেও প্রেম করেছেন নেইমার। পরে বিচ্ছেদ হয় দুজনের। ২০১৯–২০ চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ওঠার পর মালুমাকে নিয়ে মজা করে ড্রেসিংরুমে তাঁর একটি গান গেয়েছিলেন নেইমার। 


নেইমার সিনিয়রের সঙ্গে বিবাহবিচ্ছেদের পর নাদিন গনকালভেসও প্রেমে পড়েছেন। ২০২০ সালে এ নিয়ে তুমুল আলোচনা হয়েছিল। ৫৩ বছর বয়সী নাদিন সোশ্যাল মিডিয়াতে তাঁর ২২ বছর বয়সী প্রেমিককে নিয়ে একটি পোস্ট করেছিলেন, ‘ব্যাখ্যাতীত বিষয় ব্যাখ্যা করা যায় না, তবে এটা বাস্তব।’ তখন সেই পোস্ট নিয়ে সোশ্যাল মিডিয়া তোলাপাড় হলেও, নেইমার কিন্তু তাঁর মায়ের পাশেই দাঁড়িয়েছিলেন। এখন বাবার ক্ষেত্রে কী করেন, সেটাই দেখার বিষয়। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)