EPL-এ প্রত্যাবর্তনের ম্যাচেই গোল লাইন বিতর্ক!
বিশ্বের জনপ্রিয়তম লিগে VAR প্রযুক্তি ফিরিয়ে আনার জোরালো দাবি উঠল।
নিজস্ব প্রতিবেদন: করোনা পরবর্তী সময়ে ফিরল ইপিএল। ১০০দিন বন্ধ থাকার পর বল গড়াল বিশ্বের জনপ্রিয়তম লিগে। বুধবার অ্যাস্টন ভিলা এবং শেফিল্ড ইউনাইটেডের মধ্যে ম্যাচ দিয়েই প্রত্যাবর্তন হল ইপিএল-এর। গোলশূন্য ম্যাচেও বিতর্ক পিছু ছাড়ল না।
ম্যাচ শুরুর আগে হাঁটু মুড়ে মাঠে বসে আমেরিকায় মিনিয়াপোলিসে পুলিসের হাতে কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডের হত্যার প্রতিবাদ জানান দুই দলের ফুটবলাররা। এমনিতে আগেই সিদ্ধান্ত হয়েছিল যে, প্রিমিয়ার লিগের প্রথম ১২টি ম্যাচে জর্জ ফ্লয়েডকে শ্রদ্ধা জানাতে ফুটবলারদের জার্সির পিছনে নাম লেখা থাকবে না , তার বদলে বর্ণবৈষম্যের বিরুদ্ধে স্লোগান 'ব্ল্যাক লাইভস ম্যাটার' লেখা থাকবে।
এদিকে গোলশূন্য ম্যাচে বিতর্ক অবশ্য পিছু ছাড়েনি। প্রথমার্ধে অ্যাস্টন ভিলার গোলকিপার গোললাইনের ভেতর থেকে বল ধরলেও কাজ করেনি গোললাইন প্রযুক্তি। ফলে নিশ্চিত গোল থেকে বঞ্চিত হয় শেফিল্ড ইউনাইটেড। পরে দুঃখ প্রকাশ করে নেওয়া হয় হক আইয়ের তরফ থেকে। তাই বিশ্বের জনপ্রিয়তম লিগে VAR প্রযুক্তি ফিরিয়ে আনার জোরালো দাবি উঠল।
আরও পড়ুন - একটা ম্যাচ, তিনটে দল, ৩৬ ওভারের খেলা! করোনার পর নতুন অবতারে ফিরছে ক্রিকেট