একটা ম্যাচ, তিনটে দল, ৩৬ ওভারের খেলা! করোনার পর নতুন অবতারে ফিরছে ক্রিকেট
সব সতর্কতা মেনে হবে এই টুর্নামেন্ট। খেলা হবে ফাঁকা স্টেডিয়ামেই।
নিজস্ব প্রতিবেদন: করোনা ভাইরাসের কারণে ধীরে ধীরে উদ্বেগ কাটিয়ে ফুটবল ফিরেছে মাঠে ... ক্রিকেট ফেরানোর উদ্যোগও শুরু হয়ে গিয়েছে। জুলাই থেকে ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের মধ্যে দিয়ে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। ইতিমধ্যে নিজ নিজ দেশে ক্রিকেট ফেরাতে উদ্যোগী সব দেশের ক্রিকেট বোর্ড। করোনা পরবর্তী সময়ে এক্কেবারে নতুন অবতারে ক্রিকেট ফিরতে চলেছে দক্ষিণ আফ্রিকায়। তিন দল নিয়ে ৩৬ ওভারের ম্যাচ, টুর্নামেন্টের নাম সলিডারিটি কাপ।
Who's your team #3TCricket #SolidarityCup ,come on AB's Eagles pic.twitter.com/OEmEXsaHxD
— Geoffrey Toyana (@geoffreytoyana) June 17, 2020
*৩৬ ওভারের ক্রিকেটের এই ফরম্যাট কেমন?
৩৬ ওভারের ম্যাচকে দুটো ভাগে ভাগ করা হয়েছে।
১৮ ওভার করে খেলা হবে দুই অর্ধে।
প্রতিটি দল ৬ ওভার করে ব্যাট করবে প্রথমে। এইভাবে প্রথম হাফ শেষ হবে।
বিরতির পর আবার ৬ ওভার করে খেলবে প্রতিটি দল। অর্থাত্ দুই অর্ধ মিলিয়ে মোট ১২ ওভার করে খেলার সুযোগ পাবে প্রত্যেকটি দল।
অর্থাত্, এক একটি দল বিপক্ষ দুই দলের বিরুদ্ধে ৬ ওভার করে খেলবে।
একজন বোলার সর্বোচ্চ তিন ওভার বোলিং করতে পারবেন।
প্রথমার্ধে যে দল বেশি রান করবে দ্বিতীয়ার্ধে সেই দল আগে ব্যাটিং করার সুযোগ পাবে।
তিনটি দল খেলবে এই প্রতিযোগিতায়। প্রতিটি দলে ৮ জন করে ক্রিকেটার থাকবেন।
প্রথম অর্ধে কোনও দলের ৭ উইকেট পড়ে গেলে, শেষ ব্যাটসম্যান ব্যাটিং করার সুযোগ পাবে দ্বিতীয় অর্ধে।
দুই অর্ধ মিলিয়ে রানের ভিত্তিতে সোনা, রুপো, ব্রোঞ্জ পদক দেওয়া হবে।
@ABdeVilliers17: "It’s a great idea and credit must go to Cricket South Africa and Rain for working to develop this new and innovative style of cricket."
Read more https://t.co/5fho8KPjQq#3TCricket #SolidarityCup pic.twitter.com/MGmI7cAYry
— Cricket South Africa (@OfficialCSA) June 17, 2020
চলতি মাসের ২৭ তারিখ সেঞ্চুরিয়নে সব সতর্কতা মেনে হবে এই টুর্নামেন্ট। খেলা হবে ফাঁকা স্টেডিয়ামেই। ইতিমধ্যেই যে তিনটি দল গড়া হয়েছে তাদের নেতৃত্বে রয়েছেন কাগিসো রাবাদা, কুইন্টন ডি'কক এবং এবি ডিভিলিয়ার্স।
আরও পড়ুন - অভিনব সিদ্ধান্ত নিল UEFA; ৮ দল নিয়ে এবার হবে চ্যাম্পিয়ন্স লিগ!