নিজস্ব প্রতিনিধি : প্রশ্ন এখন একটাই, ভারত কী তা হলে সিরিজ জিতে ফিরবে? সে কথা এখনই পাকাপাকিভাবে বলা মুশকিল। তবে সিরিজে ইংল্যান্ডকে কড়া টক্কর দিয়ে বিরাট কোহলির ভারত প্রমাণ করছে, এথ সহজে তারা সিরিজ ইংরেজদের হাতে তুলে দেবে না। সিরিজের চতুর্থ টেস্টের প্রথম দিনে টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন জো রুট। তবে সকাল থেকেই ভারতীয় পেসারদের বোলিং দেখে বোঝা যাচ্ছিল, ইংল্যান্ডের দিনটা কেমন যাবে! সাউদাম্পটন টেস্টের প্রথম দিনেই ইংলিশ ব্যাটিং লাইনআপে ধস নামিয়ে দিয়েছেন জসপ্রিত বুমরা, মহম্মদ শামি, ইশান্ত শর্মারা। আপাতত ১৩৯ রানে ৬ উইকেট হারিয়ে ব্যাকফুটে ইংল্যান্ড।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন-  “ঘুরে দাঁড়াবে ইংল্যান্ড”, ভবিষ্যদ্বাণী ভনের


সাউদাম্পটনের ব্যাটিং কন্ডিশন দেখেই হয়তো টসে জিতে ব্যাটিং নেওয়ার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। কিন্তু তাঁর এই সিদ্ধান্ত দলের জন্য বুমেরাং হয়ে দাঁড়ায়। মূলত তাঁদের ব্যাটিং লাইন আপের কাছে ত্রাস হয়ে ওঠেন জসপ্রিত বুমরা। তৃতীয় টেস্টের শেষ ইনিংসে পাঁচ উইকেট পেয়েছিলেন বুমরা। দারুন ফর্ম এই ম্যাচেও অব্যহত রাখলেন তিনি। প্রথম দিনে পেলেন দুই উইকেট। তাঁর জোড়া আঘাতে মধ্যাহ্নভোজের আগেই ২৮ রানে তিন উইকেট হারায় ইংল্যান্ড। ব্যক্তিগত শূন্য ও দলীয় ১ রানেই বুমরার বলে এলবিডব্লিউ হয়ে ফিরে যান কিটন জেনিংস। ৬ রান করে ফেরেন জনি বেয়ারস্টো। ইশান্ত শর্মার বলে এলবিডব্লিউ অধিনায়ক জো রুট। ইংলিশ অধিনায়ক করেন মাত্র ৬ রান।


আরও পড়ুন-  ‘ধোনির জন্য কোনও অর্থই খরচ করছে না হিমাচল সরকার’


ওপেনার অ্যালিস্টার কুক ব্যাট হাতে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও ব্যক্তিগত ১৭ রানেই কোহলির হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। এরপর পঞ্চম উইকেটের জুটিতে আশা জাগাচ্ছিলেন বেন স্টোকস ও জস বাটলার। দলের ৬৯ রানের মাথায় বাটলার (২১) আউট হন শামির বলে। এর পর থেকেই ধুঁকতে থাকে ইংলিশ ব্যাটিং।


পাঁচ টেস্টের সিরিজে আপাতত ১-২ পিছিয়ে ভারত। সিরিজ জেতার আশা বাঁচিয়ে রাখতে সাউদাম্পটনে বিরাটরা যে মরণ-কামড় দেবেন, বলাবাহুল্য।