সৌরভের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন! বিশ্বরূপ দে`কে পাল্টা চ্যালেঞ্জ সিএবি কর্তাদের
স্বচ্ছতার প্রশ্নে সৌরভ গাঙ্গুলির পাশে ক্লাবেরা আছে তার জন্য সই সংগ্রহও করা হয়।
নিজস্ব প্রতিবেদন: স্বচ্ছতার প্রশ্ন তুলে সিএবিতে কাদা ছোঁড়াছুড়ি অব্যাহত। মঙ্গলবার সাংবাদিক সম্মেলন করে টিকিট বন্টন ও অ্যাক্রিডিটেশন কার্ড নিয়ে সৌরভ গাঙ্গুলির প্রশাসনের বিরুদ্ধে অস্বচ্ছতার অভিযোগ তুলেছিলেন বিশ্বরূপ দে। তারপরই বুধবার বিশ্বরূপকে পাল্টা চ্যালেঞ্জ ছোঁড়েন সিএবি কর্তাদের একাংশ।
আরও পড়ুন- রাস্তায় দাঁড়িয়ে চিনাবাদাম বেচতেন, এখন লাখপতি ক্রিকেটার
এখানেই শেষ নয় টিকিট বন্টন নিয়ে কোনও অস্বচ্ছতা যে নেই তা দেখাতে ক্লাবগুলিকে টিকিট দিয়ে সই করিয়ে নেয় সিএবি। এমনকী স্বচ্ছতার প্রশ্নে সৌরভ গাঙ্গুলির পাশে ক্লাবেরা আছে তার জন্য সই সংগ্রহও করা হয়। এমনকী ইমেল পাঠিয়ে প্রত্যেকটি ক্লাবের কাছে এব্যাপারে তাদের বক্তব্যও জানতে চেয়েছে সিএবি।
আরও পড়ুন- ৫০০০ রান করে আইপিএলে সর্বকালের রেকর্ড গড়লেন বিরাট