নিজস্ব প্রতিবেদন: কেপটাউনে নয়া ইতিহাস তৈরির সন্ধিক্ষনে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া। বুধবার জিতলে সিরিজ হাতের মুঠোয় করার পাশাপাশি নয়া নজির গড়বেন কোহলিরা।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ব্যাট ছেড়ে 'প্যাড' ধরবেন বিরাট? চ্যালেঞ্জ দিলেন রবি


প্রথমবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিপাক্ষিক সিরিজে তিনটে একদিনের ম্যাচ জেতার হাতছানি ভারতের সামনে। ডারবার আর সেঞ্চুরিয়ানে জিতে বুধবার তৃতীয় একদিনের ম্যাচে কেপটাউনে নামছে কোহলি ব্রিগেড। এর আগে প্রোটিয়দের বিরুদ্ধে একদিনের সিরিজে কখনও তিনটে ম্যাচ জেতেনি টিম ইন্ডিয়া। তাই কেপটাউনে জয় মানে কোহলি ব্রিগেড যেমন দক্ষিণ আফ্রিকার মাটিতে প্রথম একদিনের সিরিজ জয়ের পথে একধাপ এগিয়ে যাবে, তেমনই নতুন ইতিহাসও গড়ে ফেলবে তারা।


আরও পড়ুন- দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে অধিনায়ক হরমনপ্রীত


তৃতীয় একদিনের ম্যাচেও অপরবর্তিত দলই নামাতে চলেছেন কোহলি। চাহল-কুলদীপ জুটিই ভারত অধিনায়কের তুরুপের তাস। অন্যদিকে সিরিজে টিকে থাকতে হলে বুধবার জিততেই হবে চোট জর্জরিত দক্ষিণ আফ্রিকাকে। এবি ভিলিয়ার্স, ডুপ্লেসির পর কব্জির চোটের কারণে ছিটকে গেছেন ডি কক। তার জায়গায় সম্ভত খেলবেন ক্লাসেন। আমলা, মিলার-রা ভারতের দুই স্পিনারকে কীভাবে সামলান তার উপরই নির্ভর করছে তৃতীয় একদিনের ম্যাচের ভবিষ্যৎ।


আরও পড়ুন- 'ফাইনালে সেরা ম্যাচ খেলেনি ভারত', বিশ্বকাপ জয়ের পর 'বিস্ফোরক' দ্রাবিড়