নিজস্ব প্রতিবেদন: ক্যারিবিয়ান অলরাউন্ডার কার্লোস ব্রাথওয়েট (Carlos Brathwaite) রাতারাতি খ্যাতির শীর্ষে পৌঁছে গিয়েছিলেব ২০১৬ সালের টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2016 Final)। একা হাতে ম্যাচ বার করে দেশকে আইসিসি-র শো-পিস ইভেন্ট জিতিয়েছিলেন তিনি। ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ জেতার জন্য উইন্ডিজের দরকার ছিল ৬ বলে ১৯ রান। ব্রাথওয়েট ব্রিটিশ জোরে বোলার বেন স্টোকসের (Ben Stokes) ওভারে পরপর চার বলে চারটি ছক্কা হাঁকিয়ে ইতিহাস লেখেন ইডেন গার্ডেন্সে (Eden Gardens)। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের প্রথম দল হিসাবে কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধ দ্বিতীয়বার জয়ের নজির গড়ে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: IPL 2022: কোন নামে খেলবে Hardik Pandya-র আহমেদাবাদ? হয়ে গেল আনুষ্ঠানিক ঘোষণা



আরও পড়ুন: India vs West Indies: অনন্য সেঞ্চুরি Kohli-র! এলেন Sachin-Dhoni-দের এলিট ক্লাবে


ব্রাথওয়েটের ওই ইনিংস ক্রিকেট ফ্যানরা আজীবন মনে রেখে দেবেন। ব্রাথওয়েট ইডেনকে নিজের জীবনের সঙ্গে জড়িয়ে নিলেন। সদ্যই বাবা হওয়ার স্বাদ পেয়েছেন ব্রাথওয়েট। তাঁর স্ত্রী জেসিকা ফেলিক্স জন্ম দিয়েছেন এক ফুটফুটে কন্যার। বাবা মেয়ের নামের সঙ্গে জুড়ে দিয়েছেন ক্রিকেটের নন্দনকাননের নাম। ব্রাথওয়েট মেয়ের নাম রেখেছেন ইডেন রোজ ব্রাথওয়েট (Eden Rose Brathwaite)। ক্যারিবিয়ান তারকা বাবা হওয়ার সুসংবাদ ইনস্টাগ্রামেই শেয়ার করেছেন অনুরাগীদের সঙ্গে। ব্রাথওয়েট মনে করিয়ে দিলেন জন্টি রোডসের কথা। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ফিল্ডার ভারতকে এতটাই ভালবাসেন যে, তিনি তাঁর মেয়ের নাম রেখেছেন ইন্ডিয়া।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App