India vs West Indies: অনন্য সেঞ্চুরি Kohli-র! এলেন Sachin-Dhoni-দের এলিট ক্লাবে

আহমেদাবাদে অনন্য় মাইলস্টোন স্থাপন করলেন বিরাট কোহলি।

Updated By: Feb 9, 2022, 01:36 PM IST
India vs West Indies: অনন্য সেঞ্চুরি Kohli-র! এলেন Sachin-Dhoni-দের এলিট ক্লাবে
অনন্য সেঞ্চুরি কোহলির

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli) অনন্য মাইলস্টোন স্থাপন করলেন। ঘরের মাঠে শততম একদিনের ম্যাচ খেলেলন তিনি। বুধবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ভারত-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় ম্যাচে (India vs West Indies, 2nd ODI) মুখোমুখি হয়েছে। প্রতিবেদন লেখার সময়ে ভারত ম্যাচের প্রথম একাদশ ঘোষণা করে দিয়েছে। সেখানে কোহলির নাম রয়েছে। বলাই যায় যে, কোহলি অনন্য সেঞ্চুরি করে ফেললেন। যদিও তাঁর মাঠে নামতে দেরিই রয়েছে। কারণ ওয়েস্ট ইন্ডিজ টস জিতে ভারতকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে। ভারতীয় দলে একটাই পরিবর্তন এসেছে। ঈশাণ কিশানের জায়গায় এসেছেন রোহিতের ডেপুটি কেএল রাহুল। যিনি ব্যক্তিগত কারণে প্রথম ম্যাচে খেলেননি। অন্যদিকে উইন্ডিজ ক্যাপ্টেন কায়রন পোলার্ড চোটের জন্য ম্যাচের বাইরে। অধিনায়কত্বের দায়িত্ব সামলাচ্ছেন নিকোলাস পুরান। পোলার্ডের জায়গায় দলে ওডিয়ান স্মিথ।

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), মহম্মদ আজহারউদ্দিন (Mohammad Azharuddin), এমএস ধোনি (MS Dhoni) ও যুবরাজ সিংয়ের (Yuvraj Singh) পর পঞ্চম ভারতীয় হিসাবে কোহলি ভারতে ১০০ নম্বর একদিনের ম্যাচ খেললেন। কোহলি এখনও পর্যন্ত দেশের জার্সিতে ২৫৮টি ওয়ানডে ম্যাচে ১২ হাজার ২০০ রান করেছেন। ঘরের মাঠে কোহলি ৯৯টি ওয়ানডে ম্যাচে ৫০০২ রান করেছেন। তাঁর রয়েছে ১৯টি সেঞ্চুরি। কোহলির থেকে শুধু এগিয়ে কিংবদন্তি সচিন। ব্যাটিং মায়েস্ত্রো ঘরের মাঠে ১৬৪টি ওয়ানডে ম্যাচে ৬৯৭৬ রান করেছেন। যদিও কোহলির কাছে সুযোগ থাকবে সচিনকে টপকে যাওয়ার।

আরও পড়ুন: Watch: মাঠে সেঞ্চুরি হাঁকালেন Jason Roy, ডাগআউটে বসে ভাইরাল হলেন Viv Richards!

গত রবিবার ভারত প্রথম ক্রিকেটীয় দেশ হিসাবে ১০০০ তম একদিনের ম্যাচ খেলার বিশ্বরেকর্ড গড়েছিল। সেই ম্যাচে কোহলি মাত্র ৪ বল খেলে ৮ রান করে ফিরে যান। ২০১৯ সাল থেকে তিন অঙ্কের রান নেই কোহলির ব্যাটে। বিরাট শেষবার শতরান করেন ২০১৯ সালের নভেম্বরে। ইডেন গার্ডেন্সে বাংলাদেশের বিরুদ্ধে গোলাপি বলে দিন-রাতের টেস্টে সেঞ্চুরির স্বাদ পান তিনি। বিগত দুই বছরে কোহলি একাধিক হাফ সেঞ্চুরি করেছেন ঠিকই, কিন্তু 'রানমেশিন' আর চলছে না সেভাবে। ৭১ তম সেঞ্চুরির খোঁজে বিরাট। অপেক্ষায় ভক্তকূল।

Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App 

.