নিজস্ব প্রতিবেদন: শোনা গিয়েছিল চ্যাম্পিয়ন্স লিগ (Champions League) ও ইউরোপা লিগের (Europa League) সেমিফাইনাল থেকে নিষিদ্ধ হতে পারে বিদ্রোহী লিগে (ইউরোপিয়ান সুপার লিগ, European Super League) অংশগ্রহণ করতে চলা ক্লাবগুলি৷  তাদের বিরুদ্ধে এমনই শাস্তিমূলক ব্যবস্থা নিতে পারে উয়েফা (UEFA)!


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ক্লাবগুলির মধ্যে রয়েছে চেলসি (Chelsea), রিয়াল মাদ্রিদ (Real Madrid), ম্যাঞ্চেস্টার সিটি (Man City), ম্যাঞ্চেস্টার ইউনাইটেড (Man United), আর্সেনাল (Arsenal), রোমা (Roma) ও ভিয়ারিয়ালের (Villarreal) মাথায় উয়েফা নির্বাসনের খাঁড়াও ঝুলছে বলেই জানা গিয়েছিল ৷ কিন্তু ইএসপিএন ও দ্য ডেইলে মেলের রিপোর্ট বলছে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী এই ক্লাবগুলিকে নিয়েই পরের সপ্তাহে হবে ইউরোপিয়ান ফুটবলের সেরা দুই ফুটবল টুর্নামেন্টের শেষ চারের লড়াই৷


আরও পড়ুন:চাকরি খোয়ালেন 'দ্য স্পেশাল ওয়ান' Jose Mourinho! সম্পর্ক শেষ করল Tottenham Hotspur


ইউরোপিয়ান ফুটবল এখন দ্বিধাবিভক্ত৷ উল্কার মতো আগমন হয়েছে ইউরোপিয়ান সুপার লিগের৷ যা বিশ্ব ফুটবলে সোরগোল ফেলে দিয়েছে৷ চ্যাম্পিয়ন্স লিগ না খেলে ইউরোপিয়ান সুপার লিগ খেলবে বলেই উয়েফার সঙ্গে সরাসরি বিদ্রোহ ঘোষণা করেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের মতো ইউরোপের প্রথমসারির ডজন ক্লাব৷এই ১২টি ক্লাবের মধ্যে ৬টি ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব। তিনটি লা লিগা এবং তিনটি ক্লাব সিরি এ-র।


চ্যাম্পিয়ন্স লিগের পরিবর্তে এই ১২টি ক্লাব সুপার লিগে খেলার সিদ্ধান্তে বেজায় চটেছেন উয়েফা প্রধান আলেক্সান্দার সেফেরিন৷ তিনি ক্লাবগুলিকে উয়েফার সব রকমের প্রতিযোগিতা থেকে বার করে দেওয়ার রায় দেওয়ার পাশাপাশি খেলোয়াড়দেরকেও সমস্ত প্রতিযোগিতায় নিষিদ্ধ করার কথা বলেন তিনি৷