নিজস্ব প্রতিবেদন : ইংলিশ লিগ কাপে এবার হারের মুখ দেখল চেলসি। সেমি ফাইনালের প্রথম লেগে টটেনহ্যাম হটস্পারের কাছে ১-০ গোলে হেরে গেল ব্লুজরা। ম্যাচের একমাত্র গোলটি করেন হ্যারি কেন।



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে ইংলিশ লিগ কাপের সেমি ফাইনালের প্রথম লেগে চেলসির মুখোমুখি হয়েছিল টটেনহ্যান হটস্পার। ম্যাচের ২৬ মিনিটে স্পট কিক থেকে টটেনহ্যামকে এগিয়ে দেয় হ্যারি কেন। বক্সের মধ্যে কেনকে ফাউল করলে পেনাল্টি পায় তারা। পিছিয়ে পড়ে সমতা ফেরানোর মরিয়া চেষ্টা চালায় চেলসি। আক্রমণ-প্রতি আক্রমণে খেলা জমে উঠলেও সমতা ফেরাতে পারেনি ব্লুজরা। শেষ পর্যন্ত সেমি ফাইনালের প্রথম লেগ ১-০ গোলে জিতে নেয় মরিসিও পচেত্তিনিওর দল।


আরও পড়ুন - নতুন বছরের প্রথম জয় ইস্টবেঙ্গলের


সারির চেলসি গত নভেম্বরে টটেনহ্যামের ঘরের মাঠেও হেরেছিল ইংলিশ প্রিমিয়ার লিগে। সেমি ফাইনালের ফিরতি লেগে ২৪ জানুয়ারি স্ট্যামফোর্ড ব্রিজে মুখোমুখি হবে চেলসি-টটেনহ্যাম।