নিজস্ব প্রতিবেদন: ফিরে এসেও স্বস্তি নেই! নির্বাসন কাটিয়ে ২ বছর পর কামব্যাক করলেও এবারের আইপিএলে নিজের ভিটে হারাতে চলেছে ধোনির ছেলেরা। সৌজন্যে 'নাম তামিলার কাচ্চি'। কাবেরী ইস্যুতে তামিলের জাতীয়তাবাদী দলের নাছোড়বান্দা আন্দোলনেই গড় বদলাতে হচ্ছে স্টিফেন ফ্লেমিংয়ের দলকে। নিউজ ১৮-এ প্রকাশিত খবর অনুযায়ী চেন্নাইয়ের এম এ চিদম্বরম স্টেডিয়াম থেকে সরতে চলেছে সুপার কিংসদের ম্যাচ। অর্থাৎ, চিপক স্টেডিয়ামে 'হলুদ সর্ষে'র ছবি এবার আর দেখা যাবে না। 'হুইসেল পড়ু' স্লোগানের হলুদ ব্রিগেড কার্যত উদ্বাস্তু হতে চলেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- চেন্নাইয়ে জাদেজাকে লক্ষ্য করে উড়ে এল জুতো!


তবে কোথায় হোম গ্রাউন্ড পাচ্ছেন ধোনিরা সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। উল্লেখ্য, মঙ্গলবার চিপক স্টেডিয়ামে যখন কলকাতার মুখোমুখি চেন্নাই, তখন গোটা তামিলনাড়ু এই ইস্যুতে আড়াআড়ি ভাগ হয়ে গেছে। একদিকে ২ বছর পর আইপিএলে ফেরার উল্লাস, তো অন্যদিকে কাবেরী ইস্যুতে তোলপাড় বিক্ষোভকারীরা। 


আরও পড়ুন- শামির থেকে মাসিক ১০ লাখ টাকা খোরপোশ দাবি হাসিনের


৪০০০ পুলিস মোতায়েন থাকা সত্ত্বেও নিরপত্তা বেষ্টনী টপকে নিজেদের বিক্ষোভকে শিরোনামে তুলেছে তামিলের জাতীয়তাবাদী দলের দুই কর্মী। ম্যাচ চলাকালীন জাদেজাকে লক্ষ্য করে জুতো ছুড়ে গ্রেফতারও হন বিক্ষোভকারীরা। তবে আন্দোলন দমানো যায়নি। কাবেরী নদীর জলবন্টন না হওয়া পর্যন্ত আইপিএল বয়কটের ডাকও দিয়েছে আন্দোলনকারীরা। এমন অবস্থায় কার্যত বাধ্য হয়েই পিছু হটতে হয়েছে চেন্নাই ফ্রেঞ্চাইজিকে, এমনই মত বিশেষজ্ঞদের।