নিজস্ব প্রতিবেদন: কোপার কোয়ার্টার ফাইনালে এবারের মতো অভিযান শেষ হল উরুগুয়ের। কোপা আমেরিকার (Copa America 2021) তৃতীয় কোয়ার্টার ফাইনালে কলম্বিয়ার (Colombia) মুখোমুখি হয়েছিল উরুগুয়ে (Uruguay)। কলম্বিয়ার বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এক্সট্রা টাইমেও গোটা ম্যাচ গোলশূন্যই রইল। অবশেষে পেনাল্টি শুটআউটে ৪-২ স্কোরে জিতে টুর্নামেন্টের সেমিফাইনালে পৌঁছে গেল কলম্বিয়া। 



COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম থেকেই আক্রমণাত্মক হয় উরুগুয়ে। রণনীতি অনুসরণ করে কলম্বিয়াও। বিপুল প্রতিদ্বন্দ্বিতা সত্ত্বেও কোনও দলই গোল করে উঠতে পারেনি।  ১২ মিনিটের মাথায় কলম্বিয়ার হয়ে একটা সুযোগ তৈরি করেছিলেন উইলিয়াম টেসিলো। বক্সের সেন্টার থেকে তিনি দুরন্ত একটা হেড করেছিলেন। কিন্তু, গোলপোস্টের সামান্য ওপর দিয়ে বলটা বেরিয়ে যায়। ৩৪ মিনিটে একটা সুযোগ তৈরি করেছিলেন উরুগুয়ের ফুটবলার অ্যারেসকায়েতা। কিনতু গোল পোস্টের সামান্য বাইরে দিয়ে তা বেরিয়ে যায়।


আরও পড়ুন: Wimbledon 2021: মিক্সড ডাবলসের তৃতীয় রাউন্ডে Sania Mirza-Rohan Bopanna জুটি


দ্বিতীয়ার্ধে খেলায় কার্যয়ত দর্শকদের হতাশ করে দুই দল। একাধিক গোলর সুযোগ মিস করে উভয়পক্ষই গোলশূন্য ম্যাচ গড়িয়ে নিয়ে যায়। এক্সট্রা টাইমেও গেল না হওয়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে চারটি শটই গোলে রাখতে সক্ষম হয় কলম্বিয়া। অন্যদিকে দুই বার গোল করতে ব্যর্থ হয় উরুগুয়ে। নির্ধারিত সময়ে গোলের সুযোগ মিস করার খেসারত দিতে হল উরুগুয়েকে। পেনাল্টি শুট-আউটে ৪-২ গোলে জিতে কোপা আমেরিকার সেমিফাইনালে জায়গা করে নিল কলম্বিয়া।


আরও পড়ুন: Euro 2020: গোল অধরা Ukraine-র, চার গোলে দাপুটে জয় ছিনিয়ে সেমিফাইনালে England


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)