CWG 2022 | Harjinder Kaur: কৃষক পরিবারের কন্যার ব্রোঞ্জ, ভারোত্তোলনে ভারতের পদকঝড়! প্রশংসায় মোদী
হরজিন্দরের বাবাই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। কিন্তু হরজিন্দরের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সামর্থ তাঁর ছিল না। হাজারো প্রতিকৃলতা পার করেই পোডিয়ামে হরজিন্দর। এহেন কৃতিত্বে আজ সকলেই প্রশংসা করছেন হরজিন্দরের।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: চলতি কমনওয়েলথে (Commonwealth Games 2022) ভারোত্তোলনে ভারতের পদকঝড়! এখনও পর্যন্ত (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) ৯টি পদকের মধ্যে ৭টি পদকই এসেছে ভারোত্তোলন থেকে। বাকি দু'টি জুডো থেকে। সোমবার রাতে মেয়েদের ৭১ কেজি বিভাগের ফাইনালে নাটকীয় ক্লাইম্যাক্সের পর ব্রোঞ্জ জিতেছেন পঞ্জাবের হরজিন্দর কউর (Harjinder Kaur)। ভারোত্তোলনে দেশের এই পারফরম্যান্সে মোহিত দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Modi)। তিনি ট্যুইট করে প্রশংসা করেছেন ভারোত্তোলকদের। আলাদা করে বলেছেন হরজিন্দরের কথা।
হরজিন্দরদের ইভেন্টে নাইজেরিয়া জয় এজা সোনা জেতার দৌড়ে ছিলেন ঠিকই, কিন্তু ক্লিন অ্যান্ড জার্কে তিনবারই তিনি ব্যর্থ হওয়ায় হরজিন্দর পেয়ে যান ব্রোঞ্জ। হরজিন্দর স্ন্যাচে ৯৩ কেজি ও ক্লিন অ্যান্ড জার্কে ১১৯ কেজি তুলেছেন। কাঁধে মোট চাপিয়েছেন ২১২ কেজি। শুধু মোদীই নন হরজিন্দরের প্রশংসা করেছেন দেশের সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও। এখন প্রশ্ন কেন সকলে হরজিন্দরের প্রশংসা করছেন? হরজিন্দরের বাবা কৃষক। কলেজে পড়ার সময়ে হরজিন্দর ভারোত্তোলনের সঙ্গে পরিচিত হয়েছিলেন আজ থেকে ছ'বছর আগে। হরজিন্দরের বাবাই পরিবারের একমাত্র রোজগেরে সদস্য। কিন্তু হরজিন্দরের কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার মতো সামর্থ তাঁর ছিল না। হাজারো প্রতিকৃলতা পার করেই পোডিয়ামে হরজিন্দর। এহেন কৃতিত্বে আজ সকলেই প্রশংসা করছেন হরজিন্দরের।
আরও পড়ুন: India vs West Indies 2nd T20I: টি টোয়েন্টির ইতিহাসে প্রথম ১০ উইকেটই নিল ওয়েস্ট ইন্ডিজ, হার ভারতের
আরও পড়ুন: East Bengal: 'ইস্টবেঙ্গল খেলবে ইস্টবেঙ্গল নামেই'! বিরাট ঘোষণা ইমামি ডিরেক্টরের
বার্মিংহ্যামে ভারতের হয়ে পদকের খাতা খুলেছিলেন সঙ্কেত সরগর। ৫৫ কেজি বিভাগে রেকর্ড গড়ে রুপো জেতেন তিনি। এরপর ৬১ কেজি বিভাগে দেশকে ব্রোঞ্জ এনে দেন গুরুরাজা পূজারি । এরপরই ৪৯ কেজি বিভাগে টোকিও অলিম্পিক্সের রূপো জয়ী মীরাবাই জেতেন সোনা। দেশকে চতুর্থ পদক এনে দেন বিন্দিয়ারানী দেবী। ৫৫ কেজি বিভাগে রুপো জেতেন তিনি। বাংলার ছেলে অচিন্ত্য শিউলির হাত ধরে ষষ্ঠ পদক এসেছে ভারতের। বাংলার ছেলে ভারোত্তোলনের ৭৩ কেজি বিভাগে সোনা জিতে শুধু রাজ্যেরই নয়, দেশের নামও উজ্জ্বল করেছেন। কমনওয়েলথ গেমসে নজির গড়ে ভারতকে রুপো এনে দিয়েছেন জুডোকা সুশীলা দেবী। জুডোয় ৪৮ কেজি বিভাগে রুপো জিতেছেন বছর সাতাশের মণিপুরি কন্যা। ২০১৪ সালে গ্লাসগোতে আয়োজিত কমনওয়েলথে জুডোতে রুপো জিতেছিলেন সুশীলা। এবারও ফের সেই রুপোই জিতলেন তিনি। ভারতের আর কোনও জুডো খেলোয়াড়ের কমনওয়েলথে জোড়া পদক নেই। জুডোতে ভারতকে দ্বিতীয় পদক এনে দিয়েছেন বিজয় কুমার যাদব। তারপর হরজিন্দর।
আরও পড়ুন: CWG 2022 | Pranati Nayak: অলিম্পিক্সের পরে কমনওয়েলথেও হতাশ করলেন বঙ্গতনয়া প্রণতি