নিজস্ব প্রতিবেদন - লর্ডস থেকে সরতে পারে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। ইতিমধ্যেই টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠেছে ভারত ও নিউজিল্যান্ড। ১৮ই জুন থেকে প্রথমবারের জন্য এই ঐতিহাসিক ফাইনাল হওয়ার কথা। কেন উইলিয়ামসন বনাম বিরাট কোহলির লড়াই দেখার জন্য ইতিমধ্যেই প্রত্যাশার পারজ চড়তে শুরু করেছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - IPL 2021: সূচি ঘোষণা BCCI-এর


তবে এরইমধ্যে ব্রিটেনে করোনার দ্বিতীয় প্রজাতি দাপট দেখাতে শুরু করেছে। আইসিসি সূত্রে খবর, লর্ডসে ফাইনাল করা নিয়ে তারা চিন্তাভাবনা করছেন। ইংল্যান্ড বোর্ডের সঙ্গে এই নিয়ে তাদের মধ্যে আলোচনাও হয়েছে বলে খবর। স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে আলোচনা করে তবেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে খবর। আপাতত যাবতীয় পরিস্থিতির দিকে নজর রাখছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা।


তবে বিকল্প হিসেবে ইংল্যান্ডের সাউথহ্যাম্পটন বা ম্যানচেস্টারকে বেছে নেওয়া হতে পারে। মূলত লন্ডনে করোনার প্রকোপ বেশী বলেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে। অগস্টে ভারতের ইংল্যান্ড সফরও রয়েছে। ইংরেজদের দেশে ভারত ৫টি টেস্ট খেলবে।