করোনা সংক্রমণের জের, পিছিয়ে গেল ভারত-কাতার ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ার ম্যাচ
কিন্তু বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে বর্তমান পরিস্থিতিতে এশিয়ার সব দেশে ম্যাচ আয়োজন করা বেশ কঠিন।
নিজস্ব প্রতিবেদন : বিশ্ব ক্রীড়া আঙিনায় বড়সড় থাবা বসিয়েছে করোনাভাইরাস । প্রশ্নের মুখে অলিম্পিক সহ এশিয়ার বিভিন্ন টুর্নামেন্ট। হয় পিছিয়ে যাচ্ছে ,না হলে বাতিল হচ্ছে নানা প্রতিযোগিতা। করোনা সংক্রমনের জের এবার ফুটবলেও।
পিছিয়ে গেল বিশ্বকাপের যোগ্যতা পর্বে ভারত বনাম কাতার ম্যাচ। ২৬ মার্চ ভুবনেশ্বর এশিয়ান চ্যাম্পিয়নদের মুখোমুখি হওয়ার কথা ছিল সুনীল ছেত্রীদের। কিন্তু সেই ম্যাচ আপাতত স্থগিত করা হল। আসলে এশিয়ার বেশ কয়েকটা দেশে করোনার সংক্রমন ছড়িয়ে পড়েছে। মার্চ মাসের ফিফা উইন্ডোয় এশিয়ার বেশ কয়েকটা দেশে ফিফা ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারের ম্যাচ ছিল।
কিন্তু বিশ্বব্যাপী করোনা সংক্রমণের কারণে বর্তমান পরিস্থিতিতে এশিয়ার সব দেশে ম্যাচ আয়োজন করা বেশ কঠিন। এই ব্যাপারে ফিফার সঙ্গে আলোচনায় বসেন এএফসি কর্তারা। তাই ছাব্বিশ তারিখের সব ম্যাচ আপাতত স্থগিত করা হয়েছে। আলোচনা করেই পরবর্তী সূচি প্রকাশ করবে এশীয় ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। ভারত বনাম কাতার ম্যাচটি ৮ অক্টোবর হতে পারে।
আরও পড়ুন - ফাইনালের 'ফ্রি পাস'-এর থেকে সেমি ফাইনালে হারা ভাল, ভারতকে খোঁচা দিলেন প্রোটিয়া অধিনায়ক