নিজস্ব প্রতিবেদন : ক্রিকেট কোনও খেলা নয়। তাই ক্রিকেটকে খেলা হিসাবে মেনে নিতে অস্বীকার করল রাশিয়া। ইংল্যান্ড বিশ্বকাপ জয়ের পরদিনই রাশিয়ার 'রেজিস্ট্রি অফ স্পোর্টস' তালিকা থেকে বাদ পড়ল ক্রিকেট। অর্থাত, ভ্লাদিমির পুতিনের দেশে কেউ ক্রিকেট খেলতে পারেন। কিন্তু সেটাকে খেলা হিসাবে গণ্য করা হবে না। রাশিয়ার ক্রীড়ামন্ত্রী পাভেল কলোবকোভের একটি বিবৃতিতে জানিয়েছেন, ''ক্রিকেট কোনও খেলা নয়। তাই খেলা হিসাবে ক্রিকেটকে স্বীকৃতির প্রস্তাব আমরা প্রত্যাখান করছি।'' 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ওয়েস্ট ইন্ডিজ সফরে রোহিতের নেতৃত্বে এক ঝাঁক তরুণকে নিয়ে ভারতীয় দল?



এর আগে আন্তর্জাতিক ওলিম্পিক সংস্থা ক্রিকেটকে খেলা হিসাবে স্বীকৃতি দিতে অস্বীকার করেছিল। তবে বেশিদিন তারা নিজেদের সিদ্ধান্তে অনড় থাকতে পারেনি। এবার রাশিয়া একই পথে হাঁটছে। সারা বিশ্বে ফুটবলের পর দ্বিতীয় জনপ্রিয় খেলা ক্রিকেট। কিন্তু রাশিয়া তা মেনে নিচ্ছে না। এর আগে রাশিয়ার টেনিস তারকা মারিয়া শারাপোভা বলেছিলেন, তিনি সচিন তেন্ডুলকরের নাম কখনও শোনেননি। যা নিয়ে তীব্র বিতর্ক হয়েছিল। ভারতীয় ক্রিকেট সমর্থকদের রোষের মুখে পড়তে হয়েছিল শারাপোভাকে। অনেকে আবার বলেছিলেন, প্রচারের আলোয় আসার জন্য শারাপোভা এমন কথা বলেছেন। 


আরও পড়ুন-  বোর্ড সূত্রে খবর, কোহলিদের কোচ থাকছেন রবি শাস্ত্রীই!


শুধু ক্রিকেট নয়, মুয়া থাই নামের বক্সিংও রাশিয়ার 'রেজিস্ট্রি অফ স্পোর্টস' তালিকায় জায়গা পায়নি।