বোর্ড সূত্রে খবর, কোহলিদের কোচ থাকছেন রবি শাস্ত্রীই!

শুধুমাত্র বিশ্বকাপের সেমি ফাইনালে হার দিয়ে শাস্ত্রীকে ছাঁটাই করা ঠিক হবে না

Updated By: Jul 18, 2019, 02:55 PM IST
বোর্ড সূত্রে খবর, কোহলিদের কোচ থাকছেন রবি শাস্ত্রীই!

নিজস্ব প্রতিবেদন :  ২০১৯ বিশ্বকাপের সেমি-ফাইনালে নিউ জিল্যান্ডের কাছে হেরে বিদায় নিয়েছিল ভারত। তাই বিশ্বকাপ জিততে না পারলেও বোর্ড সূত্রের খবর টিম ইন্ডিয়ার কোচ থাকছেন রবি শাস্ত্রীই।

টিম ইন্ডিয়ার হেড কোচ এবং সাপোর্ট স্টাফ নিয়োগের জন্য মঙ্গলবারই নিজেদের ওয়েবসাইটে বিজ্ঞাপণ দিয়েছে বিসিসিআই। ৩০ জুলাই আবেদনের শেষ তারিখ। কপিল দেবের নেতৃত্বাধীন তিন সদস্যের উপদেষ্টা কমিটি রোহিত-কোহলিদের কোচ বেছে নেবে। ইতিমধ্যেই শাস্ত্রীর বিকল্প হিসেবে অনেকেরই নাম ভেসে উঠছে।কিন্তু বোর্ড সূত্রে খবর, ক্যারিবিয়ান সফরের পরেও কোহলিদের কোচ থাকবেন শাস্ত্রীই।

আরও পড়ুন - টিম ইন্ডিয়ার কোচ নির্বাচনে কোহলির কোনও কথা শুনবে না বোর্ড!

বোর্ডের এক শীর্ষ কর্তার দাবি, শাস্ত্রীর অধীনে টেস্টে এক নম্বর জায়গা ফিরে পেয়েছে টিম ইন্ডিয়া। একদিনের ক্রিকেটেও দু নম্বরে উঠে এসেছে কোহলিরা। শাস্ত্রীর জমানায় এশিয়া কাপ আর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট সিরিজ জিতেছে টিম ইন্ডিয়া। শুধুমাত্র বিশ্বকাপের সেমি ফাইনালে হার দিয়ে শাস্ত্রীকে ছাঁটাই করা ঠিক হবে না, বলেই মনে করেন ওই বোর্ড কর্তা। তবে শাস্ত্রীর কোচিংয়ে কোনও আইসিসি ট্রফি জেতেনি ভারতীয় ক্রিকেট দল।

.