নিজস্ব প্রতিবেদন: শুরু হল স্থানীয় ক্রিকেট। করোনার জন্য ৩৩৪ দিন থেমে থাকার পর অবশেষে ময়দানে শোনা গেল ব্যাটে বল লাগার শব্দ। শনিবার ময়দানের বিভিন্ন মাঠে প্রথম ও দ্বিতীয় ডিভিশন মিলিয়ে মোট ১৪টি ম্যাচ খেলা হয়। সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাশিস গঙ্গোপাধ্যায়, সহ-সভাপতি নরেশ ওঝা, কোষাধ্যক্ষ দেবাশিষ গাঙ্গুলি ও যুগ্মসচিব দেবব্রত দাস রুপোর কয়েন দিয়ে টস করে ম্যাচগুলি শুরু করেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কালীঘাট মাঠে প্রথম ডিভিশনে জেসি মুখার্জীর ম্যাচগুলি হয় এবং রাজস্থান মাঠে দ্বিতীয় ডিভিশনের এনসি চ্যাটার্জী ট্রফির খেলাগুলি আয়োজন করা হয়। জেসি মুখার্জীর প্রথম ম্যাচে মহমেডান স্পোর্টিং মুখোমুখি হয় ডালহৌসী ক্লাব। শিবপুর ইনস্টিটিউট ও সেন্ট্রাল ক্যালকাটা দ্বিতীয় ডিভিশনের উদ্বোধনী ম্যাচে একে অপরের বিরুদ্ধে খেলতে নামে। 


টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান নীতিশ রঞ্জন দত্ত সহ সমস্ত কার্যনির্বাহী সমিতির সদস্যদের বিশেষভাবে সম্মান জানান সিএবি সভাপতি অভিষেক ডালমিয়া। ম্যাচ শুরুর আগে সমস্ত মাঠে স্যানিটাইজার দেওয়া হয় এবং কোভিডের প্রোটেকল মেনে চলা হয়।