নিজস্ব প্রতিবেদন : ফিরে এল ফিল হিউজের স্মৃতি। খেলার মাঠেই ফের মর্মান্তিক মৃত্যু এক তরুণ ক্রিকেটারের। হৃদরোগে আক্রান্ত হয়ে খেলার মাঠেই মৃত্যু হল কেরলের তরুণ ক্রিকেটার পদ্মনাভের। বয়স ২০ বছর।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কেরলের কাসরগড় এলাকায় একটি স্থানীয় টুর্নামেন্ট চলছিল। খেলা চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন কুড়ি বছরের পদ্মনাভ। মাঠেই মৃত্যু হয় তাঁর। মাঠে উপস্থিত জনৈক গোটা ঘটনাটি ভিডিও করেন।


সেই ভিডিওতে দেখা যাচ্ছে, আম্পায়ারের পাশে দাঁড়িয়ে আছেন পদ্মনাভ। ব্যাটসম্যান প্রস্তুত হতেই বল করার জন্য এগিয়ে যান পদ্মনাভ। কিন্তু মুহূর্তের মধ্যেই বসে পড়েন, তারপর মাঠেই লুটিয়ে পড়েন তিনি। দৌড়ে আসেন মাঠে উপস্থিত অন্য ক্রিকেটাররা। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিত্সকরা পদ্মনাভকে মৃত বলে ঘোষণা করেন।


দেখুন সেই ভিডিওটি-



এর আগে একইরকমভাবে খেলার মাঠেই মৃত্যু হয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেটার ফিল হিউজের। মাথায় বলের আঘাত লেগে মৃত্যু হয় তাঁর। অন্যদিকে, ফিল্ডিং করার সময় সতীর্থ ক্রিকেটারের সঙ্গে ধাক্কা লেগে মাথায় চোটের কারণে মৃত্যু হয় বাংলা অনূর্ধ্ব উনিশ ক্রিকেটার অঙ্কিত কেশরীর।


আরও পড়ুন, গুজরাটে বিজেপির হারের আশঙ্কায় খোদ বিজেপি সাংসদ