জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: 'ঘুম থেকে উঠুন'! ক্ষোভে ফুঁসে মেজাজ হারালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। মেনে নিতে পারেননি রেফারিদের 'অবিচার'। তিনটি পেনাল্টি খারিজের জন্য রোনাল্ডো তীব্র ভর্ৎসনা করলেন ম্য়াচ আধিকারিকদেরও। একজন টাচলাইনের ধারে এসে কিংবদন্তির সঙ্গে তুলতে চেয়েছিলেন সেলফি, তাঁকেও ধাক্কা মেরে সরিয়ে দেন আল-নাসেরের (Al-Nassr) মহানক্ষত্র! এসবেরই সাক্ষী থেকেছে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে (AFC Champions League) আল নাসের বনাম শাবাব আল-আহিল ম্যাচ (Al-Nassr vs  Shabab Al-Ahil)। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

অগ্নিশর্মা রোনাল্ডোর ভিডিয়ো ভাইরাল হয়েছে। রোনাল্ডোর সমালোচকরা তাঁর ঔদ্ধত্য নিয়েও প্রশ্ন তুলেছেন আবার। যদিও সদ্য আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতে এএফসি খেলতে নামা দলের জিততে কোনও সমস্যা হয়নি। দুই গোলে পিছিয়ে থেকেও রোনাল্ডো অ্যান্ড কোং ৪-২ ম্যাচ জিতে গ্রুপ পর্যায়ে উঠে গিয়েছে। আল-নাসেরের হয়ে তালিস্কা করেছেন জোড়া গোল। এক গোল করে সুলতান আল-ঘন্নম ও মার্সেলো ব্রোজোকোভিচ নাম লিখিয়েছেন স্কোরশিটে।


আরও পড়ুন: Mohun Bagan Super Giant: ওপার বাংলার আবাহনীর বিসর্জন দিয়ে পাল তোলা নৌকা মূলপর্বে




একেবারে ঢাক ঢোল পিটিয়ে রোনাল্ডোকে নিয়ে এসেছে সৌদির বিখ্যাত ক্লাব আল নাসের। তিন বছরে ৬০০ মিলিয়ন ইউরোর (ভারতীয় মুদ্রায় প্রায় ১৭৭৫ কোটি ২৩ লক্ষ ৬৮ হাজার ২২৬ টাকা) চুক্তিতে,  সিআরসেভেন  ইউরোপের অধ্যায় শেষ করেছেন। এশিয়ান ফুটবলে পা রেখেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার। রোনাল্ডো আরব দেশে এসে নিজের ক্যারিশমা দেখাতে শুরু করে দিয়েছেন। রোনাল্ডোর একক দক্ষতায় আরব ক্লাব চ্যাম্পিয়ন্স কাপ জিতেছে আল-নাসের। ফাইনালে জোড়া গোল করে চমকে দিয়েছেন সিআর সেভেন।


আরও পড়ুন: Durand Cup 2023: ডুরান্ডে কি ফের ডার্বি! নকআউটে ইস্ট-মোহনের প্রতিপক্ষ কে? রইল সব আপডেট


 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)