Cristiano Ronaldo: আল নাসেরে পা রেখেই নতুন কোন বিতর্কে জড়ালেন `সি আর সেভেন`? জেনে নিন
দক্ষিণ আফ্রিকা? সৌদি আরব পশ্চিম এশিয়ার দেশ। সেখানকার ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা আসল কোথা থেকে? সোশ্যাল মিডিয়াতে রোনাল্ডোর এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা চলছে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আল নাসের ক্লাবে (AlNassr Saudi Club) নতুন ইনিংস শুরু করেই বিতর্কে জড়ালেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। পর্তুগিজ মহাতারকাকে বরণ করে নেওয়ার আগে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে সৌদি আরবকে (Saudi Arabia) এবার সাউথ আফ্রিকা (South Africa) বলে বসলেন 'সি আর সেভেন' (CR7)।
সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো বলেন, 'অনেকেই অনেক কথা বলে, কিন্তু তারা ফুটবলের কিস্যু জানে না। গত ১০-১৫ বছরে ফুটবল বদলে গিয়েছে। এখন সব দলই প্রস্তুত থাকে। বিশ্বকাপের কথাই ধরুন, যে দলটি চ্যাম্পিয়ন হয়েছে তারা কিন্তু সৌদি আরবের কাছে হেরেছে। উদাহরণ হিসেবে দক্ষিণ কোরিয়া, আফ্রিকার দলগুলো, কোস্টারিকার কথাও বলা যায়। এখন ম্যাচ জেতা সহজ না। কারণ সব দলই প্রস্তুতি নিয়ে আসে। এখন ফুটবল বদলে গিয়েছে। তাই আমি মনে করি, দক্ষিণ আফ্রিকায় এসে আমার কেরিয়ার শেষ হয়ে যায়নি। সত্যি বলতে, লোকে কী বলল তা নিয়ে আমি মোটেও ভাবি না।'
আরও পড়ুন: Cristiano Ronaldo: 'ওরা ফুটবলের কিস্যু বোঝে না!' আল নাসেরে নাম লিখিয়ে কাদের কটাক্ষ করলেন রোনাল্ডো
আরও পড়ুন: Pele Passes Away: পেলের শেষকৃত্যে গরহাজির নেইমার! নেই কাফু-রোনাল্ডোরাও, ক্ষোভে ফুঁসছে ব্রাজিল
সৌদি আরব পশ্চিম এশিয়ার দেশ। সেই দেশের ক্লাবে যোগ দিয়েছেন রোনাল্ডো। এর মধ্যে দক্ষিণ আফ্রিকা আসল কোথা থেকে? সোশ্যাল মিডিয়াতে রোনাল্ডোর এই বক্তব্য নিয়ে তীব্র সমালোচনা চলছে। যদিও সংবাদ সম্মেলনে সেই মুহূর্তের ভিডিয়ো ক্লিপ দেখলে বোঝাই যায়, এটা অনিচ্ছাকৃত ভুল। তিনি সৌদি আরবকে ভুল করে সাউথ আফ্রিকা বলে ফেলেছেন তিনি। আফ্রিকা মহাদেশের একেবারে দক্ষিণাঞ্চলের দেশ হল দক্ষিণ আফ্রিকা।
রোনাল্ডোর এই ভুলের বাইরে আল নাসেরে তাঁর আনুষ্ঠানিক পরিচয়-পর্ব কিন্তু রাজকীয়ভাবেই সম্পন্ন হয়েছে। ক্লাবের মাঠ মরসুল পার্কে ২৫ হাজার আসনে তিল ঠাঁই ছিল না। সমর্থকদের চিৎকার এবং সংগীতের মূর্ছনায় পর্তুগিজ তারকাকে বরণ করে নেয় আল নাসের। আড়াই বছরের চুক্তিতে আল নাসেরে যোগ দিয়েছেন রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস মাতানো পাঁচবারের এই ব্যালন ডি’ওরজয়ী ফুটবলার।