নিজস্ব প্রতিবেদন : রাশিয়া বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছেন বিশ্ব ফুটবলের দুই সুপারস্টার লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। মেসি-রোনাল্ডো বিদায় নিলেও ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনে এখনও অনুপ্রেরণা সেই সিআর সেভেন এবং এলএম টেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন - বিশ্বজয়ের স্বপ্ন দেখছেন ডি ব্রুইন, ব্রাজিল বধ 'স্পেশাল' বলছেন মার্টিনেজ


বিশ্বকাপ থেকে একই দিনে বিদায় নিয়েছে মেসির আর্জেন্টিনা এবং রোনাল্ডোর পর্তুগাল। সুইডেনের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে নামার আগে হ্যারি কেন বলেন, "গত দশ বছর একে অপরের সঙ্গে ব্যালন ডি'ওর ভাগ করে নেওয়া মেসি ও রোনাল্ডো এখনও বিশ্বকাপে আকর্ষণের অনেকটাই জুড়ে রয়েছে।"


আরও পড়ুন - উরুগুয়েকে সম্মান জানিয়ে গোলের পর সেলিব্রেশন করলেন না গ্রিজম্যান


৬ গোল করে এবারের বিশ্বকাপে গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে থাকা কেন জানান, "রোনাল্ডো ও মেসি এমন দু'জন ফুটবলার যাদের কোনও সময় উপেক্ষা করা যাবে না। রাশিয়ায় তারা না থাকলেও নিজেদের যোগ্যতা দিয়েই তারা এখনও বিশ্বের অন্যতম সেরা দুই ফুটবলার। আমার কাছে তারা এখনও অনুপ্রেরণার উৎস।"