নিজস্ব প্রতিবেদন: মাইলস্টোন ম্যান ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে জুভেন্টাসের জার্সিতে গোল করার সঙ্গে সঙ্গেই কেরিয়ারের ৭৫০ তম গোলের মাইলস্টোন স্পর্শ করলেন পর্তুগিজ সুপারস্টার। তবে কি পরবর্তী লক্ষ্য এবার ৮০০! আবেগঘন বার্তায় নেক্সট টার্গেট কী তাও জানিয়ে দিলেন সিআর সেভেন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

 


চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ডায়নামো কিয়েভের বিরুদ্ধে ৫৭ মিনিটে গোল করেন সিআর সেভেন। কেরিয়ারের ৭৫০ তম গোল করে সোশ্যাল মিডিয়ায় আবেগঘন বার্তা লিখলেন রোনাল্ডো। তিনি লিখেছেন, " ৭৫০ গোল মানে ৭৫০ সুখের মুহূর্ত। ৭৫০ বার আমি আমার সমর্থকদের মুখে হাসি ফোটাতে পেরেছি। আনন্দ দিয়েছি।  এমন সংখ্যায় পৌঁছানোর পর সকল সতীর্থ ফুটবলার এবং কোচেদের ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ দিতে চাই আমার সকল প্রতিপক্ষকে । যাদের জন্য আমাকে নিয়মিত কঠিন পরিশ্রম করতে হয়েছে। পরবর্তী লক্ষ্য ৮০০ গোল।"



 


*ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৭৫০ গোলের পরিসংখ্যান-
পর্তুগালের জার্সিতে রোনাল্ডোর গোল সংখ্যা ১০২।
ক্লাব কেরিয়ারে, রিয়াল মাদ্রিদের হয়ে ৪৫০ গোল।
ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের হয়ে ১১৮ গোল।
জুভেন্টাসের জার্সিতে ৭৫ টি গোল।
স্পোর্টিং লিসবনের হয়ে পাঁচটি গোল করেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো।



আরও পড়ুন - ICC বিশ্বকাপ সুপার লিগে খাতা খুলল কোহলির ভারত, পয়েন্ট টেবিলে কোথায় জেনে নিন