ICC বিশ্বকাপ সুপার লিগে খাতা খুলল কোহলির ভারত, পয়েন্ট টেবিলে কোথায় জেনে নিন
ভারতের উপরে রয়েছে জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড।
নিজস্ব প্রতিবেদন: আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ সুপার লিগে খাতা খুলল বিরাট কোহলি টিম ইন্ডিয়া। ক্যানবেরার মানুকা ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচ জেতার সঙ্গে সঙ্গেই পয়েন্ট টেবিলে জায়গা করে নিল ভারতীয় ক্রিকেট দল। ৪০ পয়েন্ট নিয়ে মগডালে অস্ট্রেলিয়া।
তিন ম্যাচের একদিনের সিরিজ দিয়েই টিম ইন্ডিয়ার অস্ট্রেলিয়া সফর শুরু হয়েছে। আইসিসি বিশ্বকাপ সুপার লিগের অন্তর্গত এই ওয়ান ডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের মাটিতে ইংল্যান্ডকে হারিয়ে, আর ঘরের মাঠে ভারতকে হারিয়ে আইসিসি ওয়ার্ল্ড কাপ সুপার লিগের পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছে অস্ট্রেলিয়া। দুটি সিরিজে ছটি ম্যাচের ৪ টিতে জিতে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরে অজিরা।
India beat Australia by runs!
They have grabbed their first points in the ICC Men's @cricketworldcup Super League table #AUSvIND https://t.co/UpvjQhWPfW pic.twitter.com/uAhUt8fL5k
— ICC (@ICC) December 2, 2020
ছটি ম্যাচের মধ্যে তিনটি ম্যাচ জিতে ৩০ পয়েন্ট নিয়ে তালিকায় দুই নম্বরে ইংল্যান্ড। তিনটি ম্যাচের দুটিতে জিতে ২০ পয়েন্ট নিয়ে তালিকায় তিন নম্বরে পাকিস্তান। আর তিনটি ম্যাচের মাত্র একটিতে জিতে আইসিসি বিশ্বকাপ সুপার লিগের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া। ভারতের উপরে রয়েছে জিম্বাবোয়ে এবং আয়ারল্যান্ড।
আরও পড়ুন - রোহিতের চোট বিতর্কে দায় এড়িয়ে যেতে পারেন না শাস্ত্রী, কটাক্ষ গম্ভীরের