জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ইউরো কাপের বাছাই পর্বের (Euro Cup Qualifying) আইসল্যান্ডের (Iceland) বিরুদ্ধে মাঠে নামলেই প্রথম ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে ২০০ ম্যাচ খেলার রেকর্ড গড়বেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এমন মাইলফলকের সামনে দাঁড়িয়ে পর্তুগিজ (Portugal) মহাতারকা কথাও বললেন ঠিক নিজের মতো করেই। তাঁর দাবি, তিনি রেকর্ডের পেছনে কখনোই ছোটেননি, বরং রেকর্ডই তাঁর পিছু নিয়েছে। কাতার বিশ্বকাপের (Fifa Qatar World Cup 2022) পর 'সিআর সেভেন'-এর (CR 7) আন্তর্জাতিক ফুটবল কেরিয়ার আরও লম্বা হবে কিনা সেটা নিয়ে আশঙ্কা ছিল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

তবে সেই আশঙ্কা উড়িয়ে দিয়ে জাতীয় দলে খেলে যাচ্ছেন দাপটের সঙ্গে। ফার্নান্দো স্যান্টোসের পরিবর্তে পর্তুগালের নতুন কোচ হয়ে আসা রবার্তো মার্টিনেজও এই অভিজ্ঞ স্ট্রাইকারের উপর আস্থা রেখেছেন। আইসল্যান্ডের বিরুদ্ধে মাঠে নামার আগে সাংবাদিক বৈঠকে  রোনাল্ডোকে বেশ আত্মবিশ্বাসীই মনে হয়েছে। পর্তুগাল জাতীয় দলের হয়ে খেলার আশা তিনি কখনও ছেড়ে দেবেন না। এমনটাই স্বপ্ন দেখেন তিনি। 


আরও পড়ুন: Murder During Cricket Match: মাত্র ১০ টাকার বাজিতে কড়া 'শাস্তি'! বোলারকে গলা টিপে খুন করল ব্যাটার


আরও পড়ুন: Paris Olympics 2024: প্যারিস অলিম্পিক্সের সদর দফতরে পুলিসি হানা! কিন্তু কেন?


এমন মাইলস্টোন ম্যাচে নামার আগে আবেগি রোনাল্ডো। তিনি বলেন, "২০০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা প্রমাণ করে, আমি আমার দেশ ও দলকে কতটা ভালোবাসি। আমি রেকর্ডের পেছনে ছুটি না, রেকর্ডই আমার পিছু নেয়। আমি খুবই খুশি, সর্বোচ্চ পর্যায়ে খেলা চালিয়ে যাওয়ার জন্য।" 


৩৮ বছর বয়সী রোনাল্ডো সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার রেকর্ড গড়েন গত মার্চে। লিখটেনস্টেইনের বিরুদ্ধে। রেকর্ডের মুকুটে আরও একটি পালক যোগ হতে চলেছে তাঁর। ইতমধ্যেই আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ ১২২ গোল করে ফেলেছেন। এবার প্রথম ফুটবলারহিসেবে ২০০ ম্যাচের হাতছানি পর্তুগিজ এই কিংবদন্তির সামনে। আর কয়েক ঘণ্টা পরেই আইসল্যান্ডের বিরুদ্ধে ইউরো বাছাই পর্বের ম্যাচটি খেলতে নামলেই পা রাখবেন এই মাইলফলকে।


কুয়েতের বদর আল মুতাওয়া আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ১৯৬টি। ২০০৩ সালে অভিষেকের পর ২০২২ সাল পর্যন্ত জাতীয় দলে খেলেছেন তিনি। এই তালিকার সেরা দশে থাকা ৯ জনই এখন অবসরে। তবে লিওনেল মেসি বিশ্বকাপ জিতলেও রোনাল্ডো পারেননি। এই নিয়ে তাকে এদিক-ওদিক কম কথা শুনতে হয় না। যদিও রোনাল্ডো পালটা বলে রাখলেন তিনি আগামী বিশ্বকাপ খেলবেন। তাঁর ইঙ্গিত যে মেসির দিকে সেটা বুঝে নিতে অসুবিধা হয় না। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)