জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বয়স শুধু নিছক নম্বর। লিওনেল মেসি (Lionel Messi) ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ডুয়েল চলছেই। বিশ্বকাপের (FIFA World Cup 2022) পর নিজেদের দেশের জার্সি গায়ে মাঠে নেমে সেটা বুঝিয়ে দিলেন ফুটবল বিশ্বের দুই মহাতারকা। আর দুই চিরপ্রতিদ্বন্দ্বীর এই দ্বৈরথ নিয়ে ফুটবলপ্রেমীদের উন্মাদনা তুঙ্গে। 'এল এম টেন' (LM 10) এবং 'সি আর সেভেন' (CR 7), দুজনেই নিজের নিজের দেশের হয়ে রেকর্ড গড়েছেন। ফ্রি কি থেকে করেছেন বিশ্বমানের গোল। কার গোল সেরা, সেটা নিয়ে সোশ্যাল মিডিয়া উত্তাল হয়ে উঠেছে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

পানামার বিরুদ্ধে প্রীতি ম্যাচে ২-০ গোলে জেতে আর্জেন্টিনা (Argentina)। ম্যাচের ৮৯ মিনিটে গোল করেন মেসি। ফলে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবল মিলে ৮০০ গোল করেছেন আর্জেন্টাইন মহাতারকা। ১০১৭ ম্যাচে ৮০০ গোলের কীর্তি গড়েছেন মেসি। বিশ্বকাপ জয়ের তিন মাসেরও বেশি সময় পর খেলতে নেমে পুরো আর্জেন্টিনা দল এদিন আবেগতাড়িত হয়ে পড়েছিল। ম্য়াচের ৭৮ মিনিটে আর্জেন্টিনাকে এগিয়ে দেন থিয়াগো আলমাডা। শেষ মুহূর্তে গোল লিও মেসির। রোনাল্ডোর পর ৮০০ গোলের মাইলফলকে এবার মেসি। 



এদিকে মেসির নজিরের দিনে খবরের শিরোনামে উঠে এলেন রোনাল্ডোও। বিশ্বকাপের প্রথম একাদশে তাঁকে না রাখার কারণে তুমুল সমালোচনার মুখে পড়েন তৎকালীন পর্তুগিজ কোচ ফের্নান্দো স্যান্টোস (Fernando Santos)। তবে ইউরোর যোগ্যতা অর্জন পর্বের শুরুতেই রোনাল্ডোকে দলে নেন পর্তুগালের (Portugal) নতুন কোচ (Roberto Martinez)। বিশ্বকাপের পর প্রথম ম্যাচেই জোড়া গোলের পাশাপাশি জোড়া নজিরও গড়েন সি আর সেভেন।


আরও পড়ুন: Lionel Messi: স্টেডিয়ামে আবেগ-সুনামি, প্রিয় নীল-সাদা জার্সিতে চোখে জল মেসির


আরও পড়ুন: Cristiano Ronaldo: বিশ্বরেকর্ডের রাত, জোড়া গোল করে কামব্যাক করলেন 'সি আর সেভেন'



বৃহস্পতিবার ইউরো কাপের যোগ্যতা অর্জন পর্বের প্রথম ম্যাচ খেলতে নামে পর্তুগাল। ৪-০ গোলে জয় পান রোনাল্ডোরা। ৫১ মিনিটে পেনাল্টি থেকে প্রথম গোল আসে রোনাল্ডোর। তারপর ৬৩ মিনিটে ফের ফ্রি-কিক থেকে গোল। ১০০টি আন্তর্জাতিক ম্যাচে গোল করার নয়া নজির গড়লেন সি আর সেভেন। এছাড়াও সবচেয়ে বেশি আন্তর্জাতিক ম্যাচ খেলার নজিরও এখন তাঁর দখলেই। 



(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)