Ravindra Jadeja: `স্যর জাদেজা`-র সঙ্গে ধোনির সিএসকে-এর দূরত্ব বাড়ল!
কী কারণে সিএসকে সংক্রান্ত পোস্ট মুছে দিয়েছেন, সেটা নিয়ে জাদেজা মুখ খোলেননি। চেন্নাইয়ের তরফেও বিষয়টি জাদেজার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে এড়িয়ে যাওয়া হয়েছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত মহেন্দ্র সিং ধোনির (Mahendra Singh Dhoni) চেন্নাই সুপার কিংসকে (Chennai Super Kings) বিশেষ বার্তা দিলেন রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja)। ইনস্টাগ্রাম স্টোরিতে জাদেজা লিখলেন, 'কারও জন্য বা কোনও কিছুর জন্য নিজেকে ছোট করব না। আত্মসম্মানই হল সব কিছু।' যদিও কার উদ্দেশ্যে জাড্ডু সেই বার্তা দিয়েছেন, সেটা স্পষ্ট নয়।
জাদেজার ইনস্টাগ্রাম স্টোরি দেখে একাংশের প্রশ্ন, সিএসকে-এর উদ্দেশে কি সেই বার্তা দিয়েছেন ভারতের তারকা অলরাউন্ডার? কারণ সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গত তিন বছরের সিএসকে সংক্রান্ত সমস্ত পোস্ট মুছে ফেলেন জাদেজা। সেই সময় জাদেজার ঘনিষ্ঠ এক সূত্র একটি সংবাদমাধ্যমে বলেছিলেন, ‘ও খুব বিরক্ত এবং আহত। অধিনায়কত্বের বিষয়টি আরও ভাল ভাবে সামলানো যেত। সব কিছু খুব আকস্মিকভাবে ঘটেছে। পুরো বিষয়টি যে ভাবে এগিয়েছে, সেটা যে কোনও মানুষকে আঘাত করবে।’
তবে কী কারণে সিএসকে সংক্রান্ত পোস্ট মুছে দিয়েছেন, সেটা নিয়ে জাদেজা মুখ খোলেননি। চেন্নাইয়ের তরফেও বিষয়টি জাদেজার একান্ত ব্যক্তিগত সিদ্ধান্ত বলে এড়িয়ে যাওয়া হয়েছিল। সংবাদসংস্থা এএনআইকে চেন্নাইয়ের এক কর্তা বলেছিলেন, ‘দেখুন, এটা ওর ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের পক্ষে এ বিষয়ে কিছু বলা সম্ভব নয়। তবে (জাদেজার সঙ্গে সিএসকের) সব ঠিক আছে। কোনও ভুল বোঝাবুঝি নেই।’
এ দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় একদিনের ম্যাচে জাদেজার দুর্দান্ত ক্যাচের পর সোশ্যাল মিডিয়ায় বিশেষ পোস্ট করেছিল চেন্নাই। সিএসকের পোস্টে লেখা হয়, 'ক্যাচ যদি শিল্প হয়, তাহলে জাদেজা হল জাদুকর।' পরে প্রাক্তন অধিনায়ককে নিয়ে একটি বিশেষ ভিডিয়ো পোস্ট করেছে সিএসকে। তারপরও জাদেজার পোস্ট দেখে একাংশের আবার প্রশ্ন, জাদেজা আদৌও চেন্নাইকে নিয়ে সেই ইঙ্গিতবাহী পোস্ট দিয়েছেন তো?
আরও পড়ুন: Ben Stokes: কেন নিজেকে গাড়ি, পেট্রলের সঙ্গে তুলনা করলেন তারকা অলরাউন্ডার? জানতে পড়ুন
আরও পড়ুন: Ben Stokes and Virat Kohli : কোহলিকে 'বিরাট' বার্তা দিয়ে বিদায়বেলায় কী বললেন স্টোকস?