নিজস্ব প্রতিবেদন: ১৪ তম আইপিএল (Indian Premier League) এর শুরুটা একেবারেই ভালো গেল না চেন্নাই সুপারকিংস এর অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির। প্রথম ম্যাচে দিল্লির কাছে দল তো হারলই তার উপর গোটা ম্যাচ জুড়ে স্লো-ওভার রেটে খেলার জন্য আচরণবিধি লঙ্ঘনের দায়ে ১২ লাখ টাকা জরিমানা দিতে হল ক্যাপ্টেন কুলকে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: লাগাতার এনকাউন্টার, সোপিয়ানে খতম ৩ জঙ্গি, আহত ২ জওয়ান


আইপিল কর্তৃপক্ষের তরফে এক অফিসিয়াল বিবৃতিতে বলা হয়, 'শনিবার ওয়াংখেড়েতে দিল্লির বিরুদ্ধে ম্যাচে চেন্নাই সুপারকিংস স্লো ওভার রেট বজায় রেখে চলছিল। আর সেই দায়েই অভিযুক্ত করে ১২ লক্ষ টাকা জরিমানা আরোপ করা হল ধোনির উপর।'


আরও পড়ুন: এককালীন বিনিয়োগ, বছরে ৭৪,৩০০ টাকা পেনশন, LIC এর নতুন পলিসি জানুন


শনিবারের ম্যাচে ব্যাট হাতে রানের খাতাই খুলতে পারেননি মাহি। আবেশ খানের দ্বিতীয় বলেই বোল্ড আউট হন তিনি। এদিকে মরশুমের প্রথম স্লো এভার রেটের জন্য জরিমানা কমের উপর দিয়ে গেলেও দ্বিতীয়বার এই ভুল হলে ধোনিকে ২৪ লক্ষ টাকা, দলের বাকিদের ৬ লক্ষ টাকা এবং তৃতীয়বারে ক্যাপ্টেনের ৩০ লক্ষ টাকা ও বাকিদের ১২ লক্ষ টাকা জরিমানা সহ আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।