করোনার থাবা :অনুশীলন বন্ধ ধোনিদের
দোসরা মার্চ থেকে চিপক স্টেডিয়ামে অনুশীলন করছিলেন সিএসকে ক্রিকেটাররা।
নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের আতঙ্কের জেরে এবার বন্ধ হয়ে গেল ধোনিদের অনুশীলন। দোসরা মার্চ থেকে চিপক স্টেডিয়ামে অনুশীলন করছিলেন সিএসকে ক্রিকেটাররা।
মহেন্দ্র সিং ধোনি, সুরেশ রায়না, আম্বাতি রায়াডুদের অনুশীলন দেখতে প্রতিদিনই হাজির হচ্ছিলেন বহু সংখ্যক সিএসকে ভক্ত। এদিকে করোনাভাইরাসের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত আইপিএল স্থগিত করে বিসিসিআই। এবার শিবিরও বন্ধ করে দিল সিএসকে।
ফলে একে-একে বাড়ি ফিরে যাচ্ছেন সিএসকে ক্রিকেটাররা। ক্রমেই ভারতে করোনাভাইরাস ভয়ঙ্কর আকার নিচ্ছে। তাই সবরকম সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে কর্তৃপক্ষ।
আরও পড়ুন - স্বাস্থ্য সুরক্ষায় অগ্রাধিকার- সহমত পোষণ আইপিএল ফ্র্যাঞ্চাইজি দলগুলির