নিজস্ব প্রতিবেদন: দক্ষিণ আফ্রিকা সফরের আগেই সুনীল গাভাসকরের সার্টিফিকেট পেয়ে গেলেন বিরাট কোহলিরা। সানি জানিয়ে দিলেন তাঁর দেখা সেরা ভারতীয় দল বিরাটের নেতৃত্বাধীন ভারতীয় দলটাই। শুধু ব্যাটিং নয় বোলিংয়েও বেশ পারদর্শীতা দেখাচ্ছেন এই টিমের সদস্যরা। পাশাপাশি ফিল্ডিংটাও বেশ ভাল। সানির দাবি এই ভারতীয় দলই পারে প্রথমবার দক্ষিণ আফ্রিকার মাটিতে সিরিজ জিততে।  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ব্র্যাডম্যান, গাভাসকার, সচিন, সৌরভ থেকে পন্টিং- কারও রেকর্ড আস্ত থাকল না


এদিকে, টেস্ট ক্রিকেটে ধারাবাহিকভাবে রান করা পর আইসিসি র‍্যাঙ্কিংয়ে আরও ওপরে উঠলেন চেতেশ্বর পূজারা। মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ র‍্যাঙ্কিংয়ে টেস্টে দুনম্বরে উঠে এসেছেন ভারতের মিস্টার ডিপেন্ডেবল। নাগপুর টেস্টে শতরান করার পর দুধাপ ওপরে এসেছেন পূজারা। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিশতরান করলেও আপাতত পাঁচ নম্বরেই রয়েছেন বিরাট কোহলি। অ্যাসেজের প্রথম টেস্টে দুরন্ত শতরান করার পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানে দাপট দেখাচ্ছেন স্টিভ স্মিথ। 


আরও পড়ুন- বোর্ডের কাছে ক্রিকেটারদের বেতন বাড়ানোর দাবি জানাবেন বিরাট!