জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: গ্লোবাল ইভেন্টে ভারতের কুস্তিগীরদের পদক জেতা জলভাত হয়ে গিয়েছে। চলতি কমনওয়েলথে বজরঙ্গ পুনিয়া (Bajrang Punia), দীপক পুনিয়ারা (Deepak Punia) দাপটের সঙ্গে তাঁদের অভিযান শুরু করল। দুজনেই জিতে কোয়ার্টার ফাইনালে চলে গেলেন। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

প্রথম ম্যাচেই জিতলেন বজরঙ্গ। পুরুষদের ৬৫ কেজি ফ্রি স্টাইল বিভাগের প্রি কোয়ার্টার ফাইনালে মাত্র দুই মিনিটে বিপক্ষকে হারিয়ে দিলেন তিনি। নাওরাওয়ের লো বিংহামকে নিয়ে হেলাফেলা করলেন এই কুস্তিগীর। গতবারও চ্যাম্পিয়ন হয়েছিলেন বজরঙ্গ। প্রথম এক মিনিট প্রতিপক্ষকে জরিপ করেন। তারপরই তাঁকে প্যাঁচে ম্যাটে ফেল দেন। পরের রাউন্ডে অবশ্য কঠিন লড়াই অপেক্ষা করে রয়েছে বজরঙ্গের জন্য। কোয়ার্টার ফাইনালে তাঁর প্রতিপক্ষ অলিম্পিকের ব্রোঞ্জজয়ী মরিশাসের জঁ গাইলিয়ানে।


আরও পড়ুন:  CWG 2022 : লং জাম্পে রুপো পেলেও আক্ষেপ নেই শ্রীশঙ্করের


আরও পড়ুন:  Virat Kohli and Rohit Sharma : বিরাট-রোহিতের রেষারেষির গল্প থেকে প্রাক্তনদের ইগোর লড়াই, অকপট বোর্ডের কোষাধ্যক্ষ


বজরঙ্গের মতো জয় দিয়ে অভিযান শুরু করলেন আর এক কুস্তিগীর। পুরুষদের ৮৬ কেজি ফ্রি স্টাইল জিতলেন দীপক পুনিয়া। নিউজিল্যান্ডের ম্যাথু অক্সেনহ্যামকে হারিয়ে দিলেন ভারতীয় কুস্তিগীর। প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি দীপক। ১০-০ ব্যবধানে জিতেছেন তিনি।



কুস্তির মতো ব্যাডমিন্টনেও দাপট দেখাচ্ছে টিম ইন্ডিয়া। মিক্সড দলের ফাইনালে সোনা হাতছাড়া হয়েছিল। তবে পিভি সিন্ধুর (PV Sindhu) পাশাপাশি, লক্ষ্য সেন (Lakshya Sen), কিদাম্বি শ্রীকান্ত (Kidambi Srikanth), আকর্ষি কাশ্যপরা প্রি-কোয়ার্টার ফাইনালে নিজেদের জায়গা পাকা করে ফেললেন। শুক্রবার মিক্সড ডাবলস ইভেন্টে প্রি-কোয়ার্টার ফাইনালে নেমেছিল মণিকা বাত্রা (Manika Batra)-সাথিয়ান জ্ঞানসেকরন এবং শরথ কমল-শ্রীজা অকুলার (Sreeja Akula) দুই ভারতীয় দল। দুই দলই নিজেদের ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালের টিকিট পাকা করল। মণিকা-সাথিয়ান জুটি নাইজিরিয়া ওলিজাইড ওমোটায়ো-আজোকে ওজুমু জুটিকে পরাস্ত করে। স্ট্রেট গেমে নিজেদের দাপট বজায় রেখে মণিকারা জেতেন ১১-৭, ১১-৬, ১১-৭ স্কোরলাইনে। প্রথম কোয়ার্টার ফাইনালে মণিকা ও সাথিয়ানের জুটি খেলতে নামবে মালয়েশিয়ার জাভেন চুং ও ক্যারেন লাইনের জুটির বিরুদ্ধে।


শরথ ও অঙ্কুলা জুটি অবশ্য মণিকাদের মতো এতো দাপুটে মেজাজে নিজেদের ম্য়াচ জেতেননি। শরথরা নিজেদের ম্যাচে পিছিয়েই পড়েছিলেন। প্রথম গেমেই তাদের ৫-১১ স্কোরে হারতে হয়। তবে পরের তিন গেমে নিজেদের দাপট দেখিয়ে প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচ জিতে নেন শরথরা। পরের তিন গেমের স্কোর যথাক্রমে ১১-২, ১১-৬, ১১-৫। প্রতিপক্ষকে একবার চাপে ফেলার পর কিন্তু শরথরা আর পিছু হটেননি। সেমিফাইনালে শরথ ও শ্রীজা জুটি ইংল্যান্ডেরই টিন-টিন হো ও লিয়াম পিচফোর্ডের মুখোমুখি হবেন।


সিঙ্গেলসেও দারুণ পারফরম্যান্স করলেন মণিকা। ভারতের তারকা টেবিল টেনিস খেলোয়াড় তিনটি ম্যাচ খেলবেন এ দিন। প্রথম ম্য়াচে ডাবলসে তো জয় পেয়েছিলেন। এরপর সিঙ্গলসে নেমেও কোয়ার্টারে পৌঁছে গেলেন মণিকা ও শ্রীজা। মণিকা ১১-৪, ১১-৮, ১১-৬ ও ১২-১০ স্কোরলাইনে নিজের ম্যাচ জেতেন। 


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)