জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গত ২৮ জুলাই ২২ তম কমনওয়েলথ গেমস (CWG 2022) শুরু হয়েছিল বার্মিংহ্যামে। আজ অর্থাৎ সোমবার ৮ অগাস্ট ব্রিটিশভূমে কমনওয়েলথ গেমসের যবনিকা পতন। উদ্বোধনী অনুষ্ঠানে দেশের পতাকা হাতে মার্চপাস্ট করেছিলেন ভারতের ব্যাডমিন্টন নক্ষত্র পিভি সিন্ধু ( PV Sindhu) ও হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং (Manpreet Singh)। সমাপ্তি অনুষ্ঠানে আলেক্সান্ডার স্টেডিয়ামে ভারতের পতাকাবাহক হচ্ছেন বক্সার নিখাত জারিন (Nikhat Zareen) ও দেশের অভিজ্ঞ টেবিল টেনিস প্লেয়ার শরথ কমল (Sharath Kamal)। ভারতীয় অলিম্পিক সংস্থা নিখাত-শরথকেই বেছে নিয়েছে।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছরই বিশ্বচ্যাম্পিয়ন হয়েছেন জারিন। নিজামাবাদের বছর ছাব্বিশের কন্যা বার্মিংহ্যামেই কেরিয়ারের প্রথম কমনওয়েলথ খেলতে নেমেছিলেন। বার্মিংহ্যামে সোনা জিতে ইতিহাস লেখেন তিনি। ব্রিটেনের ক্যারলি এমসি নুলকে হারিয়ে ৫০ কেজি বিভাগে সোনার পদক জিতেছেন নিখাত। টোকিয়ো অলিম্পিক্সের যেতে পারেননি নিখাত। বাছাই পর্বে কিংবদন্তি মেরি কম বাজিমাত করায় সংবাদ মাধ্যমের কাছে মুখ খুলে বিতর্কের সম্মুখীন হয়েছিলেন নিখাত। তবে চলতি বছরে নিখাত দারুণ সাফল্যের মধ্য দিয়েই যাচ্ছেন। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি ইউরোপে আন্তর্জাতিক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েই ভারতে ফিরেছেন তিনি। অন্যদিকে শরথ বার্মিংহ্যামে তিনটি পদক পেয়েছেন। মিক্সড ডাবলস ও পুরুষ দল ইভেন্টে তিনি সোনা জিতেছেন। পুরুষ ডাবলসে পেয়েছেন রুপো।


আরও পড়ুন: PV Sindhu, CWG 2022 : চক দে ইন্ডিয়া, চোট উপেক্ষা করে সিঙ্গলসে প্রথম সোনা জিতে ইতিহাস গড়লেন সিন্ধু


এখনও পর্যন্ত (প্রতিবেদন লেখার সময় পর্যন্ত) ভারত কমনওয়েলথে মোট ৫৬টি পদক পেয়েছে। যার মধ্যে ১৯টি সোনা, ১৫টি রুপো ও ২২টি ব্রোঞ্জ। অংশগ্রহণকারী ৭২টি দেশের মধ্যে ভারত চারে। ১৯৩০ সালে কানাডার অন্টারিও প্রদেশের হ্যামিলটনে অনুষ্ঠিত হয়েছিল কমনওয়েলথ। যদিও নাম ছিল ব্রিটিশ এম্পায়ার গেমস। ১৯৫৪ সালে নাম পরিবর্তন করে ব্রিটিশ এম্পায়ার ও কমনওয়েলথ গেমস রাখা হয়। এরপর ১৯৭০ সালে নাম হয় ব্রিটিশ কমনওয়েলথ গেমস এবং ১৯৭৮ সালে ফের বদল আসে নামে। নাম হয় কমনওয়েলথ গেমস। যে নাম আজও চলছে।


Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App