জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো:  দক্ষিণ আফ্রিকার প্রাক্তন পেসার ও সর্বকালের অন্যতম সেরা ডেইল স্টেইন (Dale Steyn)। প্রতিপক্ষের কাছে ছিলেন ত্রাসের মতো। আগুনে গতিতে তাবড় ব্য়াটারের রাতের ঘুম কেড়ে নিতেন। এহেন স্টেইন এবার আসন্ন বিশ্বকাপের (ICC World Cup 2023) জন্য় তাঁর পাঁচ ফেভারিটের নাম জানিয়ে দিলেন। প্রোটিয়া স্পিডস্টার বলছেন যে, কাপযুদ্ধে আগুন ঝলসাবেন তাঁরা। কিংবদন্তির তালিকায় রয়েছেন ভারতের এক জোরে বোলারও। স্টেইনের পছন্দের পেসারদের নিয়ে ভিডিয়ো পোস্ট করেছে আইসিসি। সেখানে স্টেইন বেছে নিয়েছেন ভারত, পাকিস্তান, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ইংল্যান্ড থেকে একজন করে। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন: R Ashwin | ICC World Cup 2023: 'প্রফেসর'কে লাগাতার কদর্য আক্রমণ! ভারতীয় নক্ষত্রের ফোন প্রাক্তনকে, তারপর...



স্টেইনের তালিকায় সবার আগে রয়েছেন ভারতের মহম্মদ সিরাজ (Mohammad Siraj)। যিনি এই মুহূর্তে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে বিশ্বের এক নম্বর পেসার। সিরাজ ছাড়াও স্টেইন রেখেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi), নিউজিল্য়ান্ডের ট্রেন্ট বোল্ট (Trent Boult), দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাদা (Kagiso Rabada) ও ইংল্যান্ডের মার্ক উডকে (Mark Wood)। স্টেইন এও বলছেন যে, আসন্ন বিশ্বকাপে সর্বাধিক উইকেট শিকারি হতে পারেন কিউয়ি পেসার বোল্ট। অন্য়দিকে স্টেইন আবার রোহিত শর্মাকে সতর্ক করেছেন শাহিন আফ্রিদির বিরুদ্ধে খেলার সময়ে। 
 
 ১২ বছর পর ফের ভারতে বিশ্বকাপ। এবার ওয়ার্ম-আপ ম্যাচ নিয়ে মোট ১২টি শহরের ডজন ভেন্যু বেছে নেওয়া হয়েছে বিশ্বকাপ আয়োজন করার জন্য। ৫ অক্টোবর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত ৪৮ ম্যাচের বিশ্বযুদ্ধের আসর চলবে- আহমেদাবাদ, বেঙ্গালুরু, চেন্নাই, ধরমশালা, দিল্লি, হায়দরাবাদ, কলকাতা, লখনউ , মুম্বই ও পুণেতে। তিরুঅনন্তপুরম ও গুয়াহাটিতে হবে গা ঘামানোর ম্যাচগুলি।



আরও পড়ুন: Yuvraj Singh | ICC World Cup 2023: এই ক্রিকেটার হবেন যুগশ্রেষ্ঠ, মাতাবেন কাপযুদ্ধও, বিরাট ভবিষ্যদ্বাণী কিংবদন্তির


 (দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)