নিজস্ব প্রতিবেদন- তাঁর মতো একই দোষে দোষী ছিলেন মহম্মদ আমির। কিন্তু দানিশ কানেরিয়া ও মহম্মদ আমিরের ক্ষেত্রে শাস্তির ধরণ আলাদা। কানেরিয়া ক্রিকেট থেকে আজীবন নির্বাসনে। এদিকে, আমির ফিরেছেন পাকিস্তান দলে। শাস্তির ক্ষেত্রে এমন দ্বিচারিতা কেন! আমিরকে ফেরানো হলে তাঁকে কেন একবার সুযোগ দেওয়া হচ্ছে না! এই নিয়ে বারবার প্রশ্ন তুলেছেন দানিশ কানেরিয়া। একবার তো কানেরিয়া বলেছিলেন, তিনি হিন্দু বলেই পাকিস্তানে তাঁকে এত যাতনা সহ্য করতে হচ্ছে। তিনি এই ব্যাপারে পাক প্রধানমন্ত্রী ইমরান খানের হস্তক্ষেপ দাবি করেছিলেন। তাঁকে যেন অন্তত ঘরোয়া ক্রিকেটে ফেরার অনুমতি দেওয়া হয়, সেই দাবিও তুলেছিলেন তিনি। কিন্তু পিসিবি তাঁর কথায় একবারও সাড়া দেয়নি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কানেরিয়া এবার সুযোগ পেয়ে পাকিস্তানের ক্রিকেটারদের ধুয়ে দিলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে একদিন ও টি-২০ সিরিজে অসাধারণ পারফর্ম করেছিলেন হার্দিক পান্ডিয়া। যার জেরে তিনি সিরিজ সেরা হিসেবে নির্বাচিত হন। কিন্তু পান্ডিয়া নিজের সিরিজ সেরার ট্রফি টি নটরাজনকে দেন। বরুণ চক্রবর্তী চোটের জন্য অস্ট্রেলিয়া থেকে দেশে ফিরতে বাধ্য হন। তাঁর জায়গায় দলে আসেন টি নটরাজন। তিনটি টি-২০ ম্যাচে দুর্দান্ত পারফর্ম করেন তিনি। বিশেষ করে ডেথ ওভারে নটরাজনের দুর্দান্ত বোলিং প্রশংসা কুড়িয়ে নেয়। আর তাই হার্দিক নিজের টুইটার প্রোফাইল থেকে লেখেন, ''নটরাজন, তুমি গোটা সিরিজে দারুণ পারফর্ম করলে। বিশেষ করে কঠিন পরিস্থিতিতে তুমি কার্যকরী হয়ে উঠেছিলে। অভিষেকেই তুমি নিজের প্রতিভা ও পরিশ্রমের ঝলক দেখিয়েছ। আমি তাই সিরিজ সেরা হিসাবে তোমাকে মনে করি।''


আরও পড়ুন-  ঋদ্ধি-পন্থের স্বাস্থ্যকর লড়াই দলের জন্য ভাল, বললেন হনুমা



কানেরিয়া এদিন পান্ডিয়া ও নটরাজনের ছবি শেয়ার করে লিখেছেন, ''এর থেকে ভাল ছবি আর হতে পারে না। ম্যান অফ দ্য সিরিজ পুরস্কারের সঙ্গে পান্ডিয়া হৃদয়ও জিতেছে। নটরজনের মতো কমবয়সী ক্রিকেটাররা সিনিয়রের এমন উদ্যোগে অনুপ্রেরণা পাবে। পাকিস্তানের কোনও ক্রিকেটারর এমনটা করেছে নাকি কখনও! সবাই নিজের কথা ভাবতেই ব্যস্ত।''