নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে বিশ্বের বেশিরভাগ দেশেই চলছে লকডাউন। তাই এখন অনন্ত অবসর সকলের কাছেই। বিশেষ করে খেলোয়াড়দের কাছে। সবকিছু ঠিক ঠাক থাকলে অবশ্য আইপিএলে ব্যস্ত থাকতেন অজি ওপেনার ডেভিড ওয়ার্নার।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ঘরবন্দি ওয়ার্নার অবশ্য সোশ্যাল মিডিয়ায় নিজেকে বেশ ব্যস্ত রাখেন। এরই মধ্যে বলিউডি আইটেম সং থেকে তামিল গানে নেচে মাত করে দিয়েছেন। সেই সঙ্গে টিকটকেও হাজির তিনি। এবার ওয়ার্নার বেছে নিলেন আইপিএলের সেরা একাদশ।


 


সেই দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনির জায়গা হলেও আন্দ্রে রাসেল কিংবা লাসিথ মালিঙ্গা কিংবা যুবরাজ সিংয়ের জায়গা হয়নি। ওপেনিংয়ে ওয়ার্নার নিজের সঙ্গে রেখেছেন রোহিত শর্মাকে। তিনে আর চারে বিরাট কোহলি আর সুরেশ রায়না।  এরপর দুই বিগ হিটার অলরাউন্ডার হিসেবে ওয়ার্নারের দলে রয়েছেন হার্দিক পাণ্ডিয়া আর গ্লেন ম্যাক্সওয়েল। সাতে ফিনিশার কাম উইকেটকিপার মহেন্দ্র সিং ধোনি। দলে তিন পেসার হলেন মিচেল স্টার্ক, জশপ্রীত বুমরাহ এবং আশিস নেহেরাযুজবেন্দ্র চাহল কিংবা কুলদীপ যাদবের মধ্যে যে কোনও একজন স্পিনারকেই তিনি দলে রেখেছেন।


 


আরও পড়ুন - জুভেন্টাসের অনুশীলন শুরু হতেই ভালো খবর দিলেন দিবালা