নিজস্ব প্রতিবেদন: ১৯৬০ সালের অলিম্পিকে ডিকাথলনে সোনাজয়ী 'বিশ্বের সেরা অ্যাথলিট' রাফার জনসন প্রয়াত। LA84 ফাউন্ডেশনের তরফে, জনসনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। লস এঞ্জেলসের তাঁর বাড়িতে ৮৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবাদপ্রতিম অ্যাথলিট।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

১৯৫6 সালে মেলবোর্ন অলিম্পিকে রুপো জেতেন জনসন। চার বছর পরে রোম অলিম্পিকে রেকর্ড স্কোর করে সোনার পদক ছিনিয়ে নেন। আমেরিকার সেরা অ্যামেচার অ্যাথলিট হিসাবে এএইউ জেমস ই সুলিভান অ্যাওয়ার্ড জিতে নেন জনসন। সেই ছবি টাইম অ্যান্ড স্পোর্টস ইলাস্ট্রেটেড ম্যাগাজিনের প্রচ্ছদে জায়গা করে নেয়।


জনসন ছিলেন এক দুর্দান্ত অলরাউন্ডার ক্রীড়াবিদ। ১৯৫৯ সালে UCLA -এ কিংবদন্তি কোচ জন উডেনের তত্বাবধানে বাস্কেটবলও খেলেন জনসন। জনসন তাঁর অ্যাথলেটিক্স কেরিয়ারের পরে অভিনয়ে চলে আসেন। উল্লেখযোগ্য এলভিস প্রিসলির 'ওয়াইল্ড ইন দ্য কান্ট্রি' এবং জেমস বন্ডের 'লাইসেন্স টু কিল'-এ অভিনয়।


লস এঞ্জেলেসের মেয়র এরিক গ্যারাসেটি এক টুইট বার্তায় লেখেন, "রাফার জনসন আমার পরিচিত সর্বকালের অন্যতম সেরা ব্যক্তি ছিলেন - একজন ক্রীড়াবিদ এবং আমাদের শহরের গর্ব।"


আরও পড়ুন - মেয়ে অসুস্থ, হাসপাতালে ভর্তি; লঙ্কান প্রিমিয়ার লিগের মাঝেই তড়িঘড়ি দেশে ফিরলেন আফ্রিদি