নিজস্ব প্রতিবেদন: দীপক চাহার (Deepak Chahar) আইপিএল (IPL 2022) থেকে ছিটকে যাওয়ায় বড় ধাক্কা খেয়েছে চেন্নাই সুপার কিংস (Chennai Super Kings)। ১৪ কোটির জোরে বোলারকে না পাওয়া মহেন্দ্র সিং ধোনি (Mahnedra Singh Dhoni), রবীন্দ্র জাদেজার (Ravindra Jadeja) দলের কাছে বড় সমস্যার। চাহারের পরিবর্ত নিয়ে ভাবনাচিন্তা শুরু হয়ে গিয়েছে চেন্নাই শিবিরে। এ বার এই বিষয়ে মন্তব্য করলেন সিএসকে সিইও কাশি বিশ্বনাথন।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

কাশি বিশ্বনাথন বলেছেন, "পুরো ব্যাপারটা আমরা টিম ম্যানেজমেন্টের উপর ছেড়ে দিয়েছি। দলের তরফ থেকে এখনও আমরা কোনও বার্তা পাইনি। তাছাড়া আমরা দীপকের মতো একজন ভারতীয় বোলার এখনও খুঁজে পাইনি।" 


ফেব্রুয়ারি মাসে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন দীপক চাহার। সেইজন্য ম্যাচের মাঝেই তাঁকে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল। তখন থেকেই চাহার বেঙ্গালুরুর এনসিএ-তে রিহ্যাব করছিলেন। তবে চেন্নাই আশা করেছিল, এপ্রিলের শেষে হয়তো তাঁকে পাওয়া যেতে পারে। কিন্তু এর মাঝেই নতুন ধাক্কা। পুরনো চোটই পুরোপুরি সারেনি। এর উপর পিঠে আবার চোট পেয়ছিলেন তিনি। এর জেরে চলতি আইপিএল থেকেই ছিটকে গিয়েছেন তিনি। শোনা যাচ্ছে চোট সারতে প্রায় চার মাস লেগে যেতে পারে। সেটা হলে তাঁর আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা নিয়েও উঠে যাবে প্রশ্ন। 


আরও পড়ুন: Deepak Chahar, IPL 2022: চোটে ছিটকে যাওয়া ১৪ কোটির CSK পেসার কত টাকা পাবেন? দেখে নিন ক্রোড়পতি লিগের নিয়ম


আরও পড়ুন: Cheteshwar Pujara: Team India থেকে বাদ গিয়ে দ্বিশতরান করে জবাব দিলেন 'চে পূজারা'


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)