নিজস্ব প্রতিবেদন: টিম ইন্ডিয়ার (Team India) চতুর্থ ব্যাটার হিসেবে টি ২০ আন্তর্জাতিকে শতরান হাঁকালেন দীপক হুডা (Deepak Hooda)। ডাবলিনের মালাহাইডে আয়ারল্যান্ডের (Ireland vs India) বিরুদ্ধে প্রথম টি ২০ আন্তর্জাতিকে ২৯ বলে ৪৭ রানে অপরাজিত ছিলেন। মঙ্গলবার তিনে ব্যাট করতে নেমে তিনি হাঁকালেন বিধ্বংসী শতরান। ২৭ বলে ৫০ রান পূর্ণ করার পর শতরান পেলেন ৫৫ বলের মাথায়। হুডার শতরান ও সঞ্জু স্যামসনের কেরিয়ারের সেরা ইনিংসের সৌজন্যে ভারত আইরিশদের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২৭ রানে তোলে হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দল। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ভারতের হয়ে টি ২০ আন্তর্জাতিকে প্রথম শতরানটি করেছিলেন সুরেশ রায়না (Suresh Raina)। এ ছাড়া রোহিত শর্মা (Rohit Sharma) ও লোকেশ রাহুলও (KL Rahul) টি ২০ আন্তর্জাতিকে সেঞ্চুরি হাঁকিয়েছেন। রোহিতের চারটি ও রাহুলের ২টি টি ২০ আন্তর্জাতিক শতরান রয়েছে। 


এ বার সেই তালিকায় নাম লেখালেন লখনউ সুপার জায়ান্টসের হয়ে আইপিএলে দুরন্ত ফর্মে থাকা হুডা। প্রতিপক্ষ দুর্বল আয়ারল্যান্ড হলেও হুডা যে দায়িত্বশীল ইনিংস খেললেন সেটা মনে রাখবেন ক্রিকেটপ্রেমীরা। ৯টি চার ও ৬টি ছয়ের সাহায্যে ৫৭ বলে হুডা ১০৪ রান করে আউট হন। সঞ্জু স্যামসন করেন ৪২ বলে ৭৭। তিনি ৯টি চার ও চারটি ছয় মেরেছেন।


আরও পড়ুন: Virat Kohli: 'কিং কোহলি'কে টি-টোয়েন্টি দলে রাখলেন না এই প্রাক্তন ওপেনার, কে তিনি?


আরও পড়ুন: Eoin Morgan Retirement: অবসর নিয়ে সতীর্থদের উদ্দেশ্যে কী বললেন 'ক্যাপ্টেন মর্গ্যান'? জেনে নিন


(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)