নিজস্ব প্রতিবেদন : অধিনায়ক বদলেই বদলে গেল দিল্লির গম্ভীর অবস্থা। নেতা শ্রেয়স আইয়ারের হাত ধরে ঘরের মাঠে কলকাতাকে ৫৫ রানে হারাল দিল্লি। কলকাতায় হারের মধুর প্রতিশোধ নিল কোটলায়। এই নিয়ে এবারের আইপিএলে দ্বিতীয় জয় পেল দিল্লি।


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- ফুরিয়ে যায়নি! ধোনির মধ্যে বাকি আছে আরও ক্রিকেট: ভিভ রিচার্ডস


শুক্রবার টস জিতে অবশ্য প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন কলকাতা অধিনায়ক দীনেশ কার্তিক। দিল্লির দুই ওপেনার পৃথ্বী শ ও কলিন মুনরো দুরন্ত শুরু করেন। ১৮ বলে ঝোড়ো ৩৩ রানের ইনিংস খেলে মুনরো সাজঘরে ফিরে গেলেও অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে জুটি বেঁধে দিল্লিকে বড় রানের পথে এগিয়ে নিয়ে যান পৃথ্বী। ৬২(৪৪) রানে আউট হন অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপজয়ী ভারত অধিনায়ক। আইপিএলের ইতিহাসে কনিষ্ঠতম ক্রিকেটার হিসেবে হাফ-সেঞ্চুরি করে সঞ্জু স্যামসনকে স্পর্শ করলেন পৃথ্বী। গৌতম গম্ভীর নেতৃত্ব থেকে সরে যাওয়ার পর এদিন দলেও সুযোগ পাননি। নতুন অধিনায়ক শ্রেয়স ৪০ বলে ৯৩ রানে অপরাজিত থাকেন। শেষ দিকে ম্যাক্সওয়েল ২৭(১৮) রান করেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২১৯ রান তোলে দিল্লি।


আরও পড়ুন- কোহলির কাউন্টিতে খেলা নিয়ে সংশয়!


২২০ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে বোল্ট, ম্যাক্সওয়েল, আভেশ, অমিত মিশ্রদের দাপটে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কলকাতা। নারিন ২৬(৯), শুভমান গিল ৩৭(২৯) এবং আন্দ্রে রাসেল ৪৪(৩০) কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সেটা যথেষ্ট ছিল না। শেষ পর্যন্ত ৯ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে কলকাতা। ৫৫ রানে কলকাতাকে হারিয়ে আইপিএলে জয়ে ফিরল দিল্লি। ম্যাচের সেরা শ্রেয়স আইয়ার।