নিজস্ব প্রতিবেদন : পাঁচ বছরে এই প্রথমবার।  ইন্ডিয়ান সুপার লিগে প্রথম কোনও ফুটবলার ডোপ টেস্টে ধরা পড়লেন। দিল্লি ডায়ানামোজের ডিফেন্ডার রানা ঘরামির ডোপ টেস্টের ফল পজিটিভ এসেছে। দোষী প্রমাণিত হলে অন্তত চার বছরের জন্য নির্বাসিত হতে পারেন তিনি। 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

চলতি বছরেই আইএসএল চলাকালীন ৩১ জানুয়ারি দিল্লি ডায়ানামোজের ডিফেন্ডার  রানা ঘরামির ডোপ টেস্ট করা হয়। সেই ডোপ টেস্টের ফল পজিটিভ এসেছে।  রানার নমুনায় নিষিদ্ধ প্রেডনিসোন, ২০-বি-ওএইচ- প্রেডনিসোলোন. গ্লুকোকোরটিকোসটেগিয়ডস মিলেছে।  সাধারণভাবে আর্থারাইটিস, ব্লাড ডিসঅর্ডারস, শ্বাসকষ্ট, অ্যালার্জি, চামড়ার সমস্যা, ক্যানসার এমনকি চোখের সমস্যার জন্য প্রেডনিসোন জাতীয় প্রতিষেধক ব্যবহার করা হয়।



ইতিমধ্যেই রানা ঘরামির কাছে এক সপ্তাহের মধ্যে জানতে চাওয়া হয়েছে তাঁর ওই ধরণের ওষুধ ব্যবহারের কারণ।  পাশাপাশি ওই নোটিসের একটি কপি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের সচিব কুশল দাস, ফিফা এবং ওয়ার্ল্ড অ্যান্টি-ডোপিং এজেন্সির কাছে পাঠানো হয়েছে। রানার উত্তর সন্তোষজনক না হলে এমনকী দোষী প্রমাণিত হলে NADA র নিয়ম অনুযায়ী কিন্তু অন্তত চার বছর নির্বাসিত হতে পারেন এই তরুণ ফুটবলার। 


আরও পড়ুন - IPL 2019 : হারল কলকাতা, কেঁদে ফেললেন চিয়ার লিডার