IPL 2019 : হারল কলকাতা, কেঁদে ফেললেন চিয়ার লিডার
রাজস্থান ম্যাচ জেতার পরই কেঁদে ফেললেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : চার বল তখনও বাকি। গ্যালারিজুড়ে সে সময় গোলাপী ঝড়। অন্যদিকে, কলকাতার সমর্থকরা ততক্ষণে হতাশায় ডুবেছেন। একের পর এক হারে জেরবার তাদের প্রিয় দল। রাজস্থানের বিরুদ্ধে বৃহস্পতিবার মরণ-বাঁচন ম্যাচ ছিল। প্লে-অফে পৌঁছনোর জন্য এই ম্যাচে জয় পাওয়াটা দরকার ছিল। রিয়ান পরাগের ৩১ বলে ৪৭ রানের দৌলতে কলকাতাকে হারিয়েছে রাজস্থান। আর সেইসঙ্গে কলকাতার প্লে-অফে যাওয়ার রাস্তা আরও কঠিন হয়ে পড়ল।
আরও পড়ুন- ১০০ বাঁশির মালিক এখন ধোনি, 'থালা'র জন্য স্ত্রী সাক্ষীর আবেগঘন পোস্ট
Jofra finishes it off in style. Great victory for the @rajasthanroyals pic.twitter.com/0Oc9S2aEQ8
— IndianPremierLeague (@IPL) April 25, 2019
৫০ বলে ৯৭ রানের দুরন্ত ইনিংস খেলেছিলেন কলকাতার অধিনায়ক দীনেশ কার্তিক। কিন্তু লাভ হল না। তাঁর সেই ইনিংসের সৌজন্যে ১৭৫ রানের লক্ষ্যমাত্রা খাঁড়া করেছিল কলকাতা। এদিন অবশ্য ফর্মে ছিলেন না আন্দ্রে রাসেল। ক্রিস লিনও শুরুতে নেমে খাতা খুলতে পারেনি। শুভমান গিল, নীতিশ রানা ব্যর্থ। জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে রাজস্থানের লাগল ১৯.২ ওভার। অর্থাত্ চার বল বাকি থাকতেই জিতল তারা। কলকাতার হারের দিনে চোখের জল ধরে রাখতে পারলেন না এক চিয়ার লিডার। রাজস্থান ম্যাচ জেতার পরই কেঁদে ফেললেন তিনি।
তাঁরা পেশাদার। দল হারুক বা জিতুক, তাঁদের কাজটা করে যেতেই হয়। কিন্তু অনেক সময় পেশাদার জগতেও আবেগের সম্পর্ক গড়ে ওঠে। সেটাই যেন প্রমাণ করে গেলেন ওই চিয়ার লিডার। দলের জয়ে তিনি যখন হেসেছেন, দলের হারে প্রবল হতাশও হয়েছেন। শেষ ওভারেল দ্বিতীয় বলে জোফ্রা আর্চার ছক্কা হাঁকানোর পরই কেঁদে ফেলেন সেই চিয়ার লিডার।