সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে কোহলিকে টপকে গেলেন ধোনি!
হাফ সেঞ্চুরি করেও সেঞ্চুরি করা বিরাটকে টপকে গেলেন `ক্যাপ্টেন কুল`।
নিজস্ব প্রতিবেদন : অধিনায়ক বিরাট কোহলির শতরান আর মাহি ম্যাজিকে মঙ্গলবার অ্যাডিলেডে দ্বিতীয় একদিনের ম্যাচে জয় পেয়েছে টিম ইন্ডিয়া। অ্যাডিলেডে সমতা ফিরিয়ে মেলবোর্নে একদিনের সিরিজ জয়ের লক্ষ্যে এবার বিরাটের দল। এমএসডি-র প্রশংসা শোনা গিয়েছে অধিনায়ক বিরাটের গলায়। আর তাড়া করতে নেমে সেই ধোনি এদিন নিঃশব্দেই বিরাট কোহলিকে টপকে গেলেন।
আরও পড়ুন - মাহি-ম্যাজিকে অ্যাডিলেডে ভারতের রুদ্ধশ্বাস জয়, সিরিজ ১-১
মঙ্গলবার ম্যাচের শেষ ওভারে বেহরনডরফের প্রথম বলে ধোনির ছ্ক্কা যেন ২০১১ বিশ্বকাপ ফাইনালের সেই উইনিং স্ট্রোককে মনে করিয়ে দিয়েছে। সিডনিতে ধোনির স্লো ব্যাটিং নিয়ে অনেকেই সমালোচনা করেছিলেন। অ্যাডিলেডে ৫৪ বলে ৫৫ রানে অপরাজিত থেকে মাহি প্রমান করলেন তিনি শেষ হয়ে যাননি। তিনিই বেস্ট ফিনিশার! যদিও ভারতীয় ব্যাটিংয়ের ভিতটা এদিন গড়ে দেন অধিনায়ক বিরাট কোহলিই। ১১২ বলে ১০৪ রান করেন তিনি। কেরিয়ারের ৩৯ তম ওডিআই সেঞ্চুরিটি এদিন করেন তিনি। হাফ সেঞ্চুরি করেও সেঞ্চুরি করা বিরাটকে টপকে গেলেন 'ক্যাপ্টেন কুল'।
পরিসংখ্যান বলছে, একদিনের ক্রিকেটে সফলভাবে রান তাড়া করার ক্ষেত্রে ব্যাটিং গড়ে বিরাটের ওপরেই রয়েছেন মহেন্দ্র সিং ধোনি। ৭২ ইনিংসে মহেন্দ্র সিং ধোনির ব্যাটিং গড় ৯৯.৮৫। সেখানে সফলভাবে রান তাড়া করতে নেমে ৭৭ ইনিংসে বিরাটের ব্যাটিং গড় ৯৯.০৪। এই ব্যাটিং গড়েই বাজিমাত করলেন এমএসডি।