নিজস্ব প্রতিনিধি : একশো বলের ক্রিকেটে দেখা যাবে বিরাট কোহলি, মহেন্দ্র সিং ধোনি, রোহিত শর্মাদের?


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

আরও পড়ুন- এবার ঘড়ি বিতর্কে পাকিস্তান


এতদিন পর্যন্ত ভারতীয় ক্রিকেটারদের একশো বলের ক্রিকেটে অংশ নেওয়ার ব্যাপারে অনিশ্চয়তা ছিল। কিন্তু এবার সম্ভবত জট খুলতে চলেছে। ২০২০ 'হান্ড্রেড ক্রিকেট' অনুষ্ঠিত হবে ইংল্যান্ডে। যা খবর তাতে একশো বলের ক্রিকেটে খেলতে পারেন বিরাট, ধোনিরা। 


আরও পড়ুন- বল-বিকৃতি কাণ্ডের পর সন্তান হারাতে হয়েছে ওয়ার্নার দম্পতিকে


ভারতীয় ক্রিকেটাররা বিদেশের কোনও টি-২০ লিগে খেলতে পারবে না। এমনই নির্দেশিকা জারি করেছিল বিসিসিআই। আইপিএলের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই ভারতীয় ক্রিকেট বোর্ড এরকম ফতোয়া জারি করেছিল। জানা যাচ্ছে, ধোনি, কোহলিদের অন্তর্ভুক্তি চেয়ে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড অনুরোধ করেছে বিসিসিআইকে। কারণ, একশো বলের ক্রিকেটে এমনিতেই ইংল্যান্ডের টেস্ট ক্রিকেটারদের দেখা যাবে না। তাই টুর্নামেন্টের জনপ্রিয়তা বাড়াতে তারা ভারতীয় ক্রিকেটারদের অন্তর্ভুক্তি চায়। এদিকে, কিছুদিনের মধ্যেই ইংল্যান্ডে শুরু হবে কিয়া সুপার লিগ। ভারতীয় মহিলা ক্রিকেটারদের ইতিমধ্যে সেখানে খেলার ছাড়পত্র দিয়েছে বিসিসিআই।