ওয়েব ডেস্ক: শাহরুখ খানের লুঙ্গি ডান্সকে আলাদা মাত্রা দিলেন মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই এক্সপ্রেসের বহুল প্রচারিত লুঙ্গি ডান্স এবার করলেন ধোনি। ধোনি পাল্লা দিলেন ডান্স কিং প্রভু দেবাকেও। এক বাইক প্রস্তুতকারী সংস্থার বিজ্ঞাপনে দক্ষিণ ভারতের লুঙ্গি পরার স্টাইলে কোমর নাচালেন ভারতের অধিনায়ক। সঙ্গে লুঙ্গি (আমরা অবশ্য এটাকে ধুতি বলি) পরে বাইকও চালালেন। এই বিজ্ঞাপনে মূলত তৈরি হয়েছে তেলেগু-তামিল ভাষাতেই।
 
চেন্নাই সুপার কিংসে খেলার সুবাদে দক্ষিণ ভারতে ধোনির জনপ্রিয়তা আকাশছোঁয়া। সেই জনপ্রিয়তাকে কাজে লাগাতেই বাইকের বিজ্ঞাপনে দক্ষিণ ভারতীয় স্টাইলে এই বিজ্ঞাপনে দেখা গেল ধোনিকে। প্রভু দেবার মত ডান্সারের সঙ্গে যেভাবে ধোনি লুঙ্গি ডান্স করলেন তাতে সবাই অবাক। ভিডিওটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে ভাইরাল হয়ে যায়।