Dinesh Karthik-Shoaib Akhtar: `ব্যক্তিগত জীবনের ধাক্কা সামলেই এই প্রত্যাবর্তন! ওয়েল ডান কার্তিক`
আইপিএলে কার্তিক আছেন আগুনে ফর্মে। যেন নবজন্ম হয়েছে তাঁর। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders (KKR) জার্সিতে অত্যন্ত সাদামাটা দু`টি মরশুম কাটিয়েছিলেন কার্তিক। চলতি আইপিএলে ৫.৫ কোটি টাকায় তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore (RCB) এসেছেন।
নিজস্ব প্রতিবেদন: আগামী জুনে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি-২০ সিরিজ খেলবে ভারত। এরপরেই জোড়া টি-২০ ম্য়াচ খেলতে আয়ারল্যান্ড সফরে যাবে টিম ইন্ডিয়া। গত রবিবার টি-২০ দল ঘোষণা করে দিয়েছে বিসিসিআই (BCCI)। চলতি আইপিএলে (IPL 2022) দুরন্ত পারফরম্যান্সের সুবাদে ভারতীয় দলে তিন বছর পর প্রত্যাবর্তন করলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ২০১৯ সালের ২৭ ফেব্রুয়ারি বেঙ্গালুরুতে শেষবার কার্তিক টি-২০ ম্যাচ খেলেছিলেন দেশের জার্সিতে। কার্তিকের এই প্রত্যাবর্তনে মোহিত শোয়েব আখতার (Shoaib Akhtar)। এক স্পোর্টস ওয়েবসাইটে আরসিবি ব্য়াটারের ভূয়সী প্রশংসা করলেন প্রাক্তন কিংবদন্তি পাক স্পিডস্টার।
আখতার বলছেন, "সাধারণত আমি কারোর ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে ভালবাসি না। শুধু বলতে চাই যে, কার্তিক নিজের জীববে একাধিক সেটব্যাক সামলে অসাধারণ ভাবে ফিরে এসেছে। আমি ওর ব্য়ক্তিগত জীবন ফলো করেছি। বেশ কিছু বিষয় পড়েছি। আমার খুব ভাল লেগেছে, ওর ফিরে আসা। আমি ওকে বলতে চাই ওয়েল ডান। এটাই দৃষ্টিভঙ্গি। কার্তিকের দুরন্ত পারফরম্যান্সেই আরসিবি প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে। এটা বড় ব্যাপার। দীনেশ কার্তিক আমার যুগের প্লেয়ার। ও সত্য়িই ফিট এবং মানসিক ভাবে শক্তিশালী। ভাল মানুষের সঙ্গে ভাল জিনিস ঘটে। ভারতীয় দলে ওর প্রত্যাবর্তন দেখে দারুণ লেগেছে। আমার শুভেচ্ছা রইল।"
আইপিএলে কার্তিক আছেন আগুনে ফর্মে। যেন নবজন্ম হয়েছে তাঁর। কলকাতা নাইট রাইডার্সের (Kolkata Knight Riders (KKR) জার্সিতে অত্যন্ত সাদামাটা দু'টি মরশুম কাটিয়েছিলেন কার্তিক। চলতি আইপিএলে ৫.৫ কোটি টাকায় তিনি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরে (Royal Challengers Bangalore (RCB) এসেছেন। ফাফ দু প্লেসিসের (Faf du Plessis) টিমের হয়ে তিনি ফুল ফোটাচ্ছেন। হয়ে উঠছেন ফিনিশার। এখনও পর্যন্ত তিনি ২৮৭ রান করেছেন। তাঁর স্ট্রাইক রেট ১৯১.৩৩। গড় ৫৭.৫৪। ভারতের একাধিক প্রাক্তন ক্রিকেটার বলেছিলেন যে, কার্তিকের দেশের জার্সিতে ফেরা সময়ের অপেক্ষা। আর হল সেটাই।
আরও পড়ুন: Rajasthan Royals: দ্বিতীয় কোয়ালিফায়ারের আগে বড় ধাক্কা রাজস্থানের ! দেশে ফিরলেন এই তারকা অলরাউন্ডার
আরও পড়ুন: Sourav Ganguly: লম্বা রেসের ঘোড়া বছর বাইশের এই ভারতীয়! ভবিষ্যদ্বাণী খোদ সৌরভের