Dipa Karmakar: নির্বাসন কাটিয়ে ফের স্বমহিমায় ভল্টের রানি! এশিয়াডে আগুন জ্বালতে তৈরি বঙ্গকন্যা
Dipa Karmakar Brilliant Comeback in Asian Games 2023 Trial: আঁধার কাটিয়ে ফের লড়াইয়ে দীপা কর্মকার। এশিয়াডের টিকিট কনফার্ম করে ফেলেলেন বাংলার গর্ব। দুরন্ত প্রত্যাবর্তন করলেন আগরতলার মেয়ে।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: দীপা কর্মকার (Dipa Karmakar) নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে ২০১৬ সালের রিও অলিম্পিক্স (Rio Olympics 2016)। আগরতলার বঙ্গকন্যা প্রথম ভারতীয় জিমন্যাস্ট হিসেবে অলিম্পিক্সে প্রতিনিধিত্ব করেছিলেন সেবার। মহিলাগের ভল্ট ইভেন্টে প্রোদুনোভা ভোল্টে সারা বিশ্বকে চমকে দিয়েছিলেন দীপা। যদিও অল্পের জন্য় পোডিয়াম ফিনিশ করতে পারেননি ব্রাজিলে। দীপা শেষ করেছিলেন চতুর্থ স্থানে। রিও অলিম্পিক্সের পর টোকিও অলিম্পিক্সও হয়ে গিয়েছে। কিন্তু এই সাত বছরে কোথাও যেন হারিয়ে গিয়েছিলেন পড়শি রাজ্যের মেয়ে। ফের একবার খবরের শিরোনামে দীপা। দীর্ঘ নির্বাসনের আধাঁর কাটিয়ে ফের স্বমহিমায় এই শৈল্পিক জিমন্য়াস্ট। ২৯ বছরের দীপার পাখির চোখ এখন আসন্ন এশিয়ান গেমস (Asian Games 2023)। চিনে আগুন জ্বালতে তৈরি দীপা।
আরও পড়ুন: Rinku Singh | Asian Games 2023: অবশেষে ডাক পেলেন ভারতীয় দলে! রইল নাইট নক্ষত্রের প্রথম প্রতিক্রিয়া
ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে দু'দিন ধরে চলল এশিয়াডের যোগ্যতা অর্জন পর্ব। আর এশিয়াডের ট্রায়ালেই দুরন্ত কামব্যাক করলেন দীপা। মোট ৪৭.০৫ পয়েন্ট ঝুলিতে পুরে দীপা শেষ করেছেন শীর্ষ বাছাই হিসেবে। এশিয়াডে নিজের টিকিট কনফার্ম করে ফেললেন দীপা। ট্রায়ালে নামার ঠিক একদিন আগেই দীপার দীর্ঘ নির্বাসনের অধ্যায় শেষ হয়। গত ১০ জুলাই দীপা দীর্ঘ ২১ মাসের নির্বাসন থেকে মুক্ত হন। নিষিদ্ধ দ্রব্য হাইজিনামিন ব্যবহারের জন্য দীপাকে সাসপেন্ড করেছিল ওয়ার্ল্ড অ্যান্টি ডোপিং এজেন্সি। হাইজিনামিন ফুসফুসে অক্সিজেনের মাত্রা বাড়িয়ে দিতে সাহায্য করে। তবে ওয়াডা বুঝতে পারে যে, দীপা অনিচ্ছাকৃতভাবে এই ড্রাগ নিয়ে ফেলেছিলেন। ফলে তাঁর শাস্তি ছয় মাস কমিয়ে দেওয়া হয়েছিল। দীপা জানিয়েছেন যে, অলিম্পিক্সে পদক হাতছাড়ার চেয়েও তাঁর কাছে অনেক বেশি কষ্টের ছিল এই 'বনবাস'। তবে দীপা জানিয়েছেন যে, কোচ বিশ্বেশ্বর নন্দী তাঁর পাশে না থাকলে, তিনি ফিরতে পারতেন না ময়দানে। নির্বাসনের সঙ্গেই দীপাকে ভুগতে হয়েছে একাধিক অস্ত্রোপচারের কষ্টও। ফের একবার ভারতের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করবেন দীপা। আগামী বছর রয়েছে প্যারিস অলিম্পিক্স। তবে দীপা এত দূর ভাবতে চাইছেন না। তাঁর পাখির চোখ এশিয়াড।
এবার ভারতীয় মহিলা জিমন্যাস্ট দলে দীপা ছাড়াও রয়েছেন প্রণতি দাস, প্রণতি নায়ক ও প্রতিষ্ঠা সামন্ত। সকলেই বিমান ধরবেন এশিয়াডের জন্য।এশিয়াডের ট্রায়ালে কলকাতার মেয়ে বিদিশা গাইন মূলপর্বে নামার ছাড়পত্র পাননি। তাঁকে এশিয়াডের স্কোয়াডে রিজার্ভে রাখা হয়েছে। ভারতীয় পুরুষ জিমন্যাস্টের দলে রয়েছেন যোগেশ্বর সিং, রাকেশ পাত্র, তপন মোহান্তী ও গৌরব কুমার। পদ্মশ্রী ও মেজর ধ্যানচাঁদ খেলরত্নে ভূষিত দীপা কিন্তু কমনওয়েলথ ও এশিয়াডে পদক জিতেছেন। দীপা প্রথম ভারতীয় যিনি আন্তর্জাতিক জিমন্যাস্ট ইভেন্টে পদক জেতার নজির গড়েছেন। ২০১৮ সালে দীপা তুরস্কের মার্সিনে অনুষ্ঠিত বিশ্বকাপে মহিলাদের ভল্ট ইভেন্টে পোডিয়াম ফিনিশ করেন। সেবছরই জার্মানির কোটবাসে অনুষ্ঠিত বিশ্বকাপে তিনি ব্রোঞ্জ জিতেছিলেন।
আরও পড়ুন: R Ashwin: বিশ্বযুদ্ধে ছিলেন ব্রাত্য! কামব্যাকেই ছোবলের পর ছোবল... রেকর্ডের ছড়াছড়ি